লস এঞ্জেলেস

বেকার বীমা জালিয়াতি কী? শাস্তি হবে কেমন?


মিথ্যা বা ভুল তথ্য দিয়ে  ক্যালিফোর্নিয়ার এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে বেকার বীমা সুবিধা আদায় হলো এক ধরনের জালিয়াতি। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হলে রাজ্যের আইনানুসারে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হতে পারে বড় ধরনের শাস্তি।


যেসব কারণে বেকার বীমা (আনএমপ্লয়মেন্ট ইনস্যুরেন্স) জালিয়াতি হিসেবে গণ্য হবে:

১) কর্মক্ষেত্র থেকে ফিরে আনএমপ্লয়মেন্ট ইনস্যুরেন্স বা ইউআই সুবিধা নেওয়া অথচ কাজ ও মজুরি নিয়ে রিপোর্ট না করা।
২) যে সপ্তাহে কাজ চালু ছিল সে রিপোর্ট না করা।
৩) পার্ট-টাইম জব করা কিন্তু আয় নিয়ে রিপোর্ট না করা ও সুবিধা নেওয়া অব্যাহত রাখা।
৪) স্বল্পস্থায়ী কাজে জড়িত থাকলেও তা না জানানো।
৫) ইউআই সুবিধা নিতে গিয়ে ভুল তথ্য দেওয়া।


এ অপরাধের জন্য যেসব শাস্তি হতে পারে:

১) সরকারি বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা।
২) জেল অথবা কারাদণ্ড।
৩) যেসব ইউআই সুবিধা নেওয়া হয়েছে তা ফিরিয়ে দেওয়া ও জরিমানা। 
৪) ভবিষ্যতের জন্য কালো তালিকাভুক্ত করা।


তাই এ ধরনের শাস্তি এড়াতে সপ্তাহে সপ্তাহে কর্মহীন বা কাজে নিয়োজিত থাকলে তা জানাতে হবে। কর্মক্ষেত্রের চুক্তি ও বেতন সবকিছু স্পষ্টভাবে রিপোর্ট করতে হবে। রোববার থেকে শনিবার সার্টিফিকেশন সপ্তাহ হিসেবে গণ্য।

আর কেউ যদি ভেবে থাকেন ভুলে এ ধরনের অপরাধ করে ফেলেছেন তাহলে দ্রুত তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

/এলএ বাংলা টাইমস/এন/এইচ