লস এঞ্জেলেস

বড় পরিসরে ব্যবসা চালুর আশা করছে লস এঞ্জেলেস কাউন্টি



লস এঞ্জেলেস কাউন্টি কর্মকর্তারা আশা করছেন সেখানের রেস্টুরেন্টগুলো ডাইন-ইন এর জন্য খুলে দেওয়া ও হেয়ার সেলুন বা বারবার শপ উন্মুক্তের ব্যাপারে শুক্রবারই সিদ্ধান্তের অগ্রগতি হবে। এর আগে বুধবার কাউন্টিটি রাজ্যের কাছে আবেদন জানায়, শর্ত-পূরণ করায় যাতে সেখানে ধীরে ধীরে বড় পরিসরে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করা যায়।


ইতোমধ্যে ৪৭টি কাউন্টি এ ধরনের অনুমোদন পেয়েছে। এরমধ্যে লস এঞ্জেলেস কাউন্টির আশেপাশের কাউন্টিগুলোও রয়েছে। ভেনচারা কাউন্টির আবেদন অনুমোদন পেয়েছে ৪৮ ঘণ্টার মধ্যে।

লস এঞ্জেলেস  কাউন্টি সুপারভাইজর ক্যাথরিন বার্জার এক বিবৃতিতে আশার কথা জানিয়েছেন। তিনি বলেন, স্থানীয় তথ্য যাচাই করে দেখা যায় আমরা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। আমরা সামনের ধাপগুলোর জন্য প্রস্তুত। 

গভর্নর গেভিন নিউসাম বলছেন, কাউন্টিসমূহে ব্যবসা সচল করা হলেও করোনা হুমকি এখনো কাটিয়ে উঠা যায়নি। তবে পরিস্থিতির স্থিতিশীলতার জন্য স্বাস্থ্য-কর্মীরা বাহাবা পাবেন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা সবেমাত্র পরিস্থিতি মোকাবিলা করা শুরু করেছি।

তবে অর্থনীতি চালুর পরও কিছু কিছু কাউন্টি পুনরায় পিছু হটতে বাধ্য হয়েছে। এ সপ্তাহে সোনোমা কাউন্টি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে খুচরা দোকান, হেয়ার সেলুন ও প্রার্থনালয় বন্ধ রাখার। যদিও এটি প্রথম কাউন্টিগুলোর একটি যেটি বিস্তৃত পরিসরে ব্যবসা চালু করে। তবে পরবর্তীতে আক্রান্তের হার দ্বিগুণ হতে থাকে।

সান্তা ক্লেরা কাউন্টির হেলথ অফিসার ডক্টর সারা কোডি আশঙ্কা জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ায় করোনা সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি পেতে পারে যদি দ্রুত একসাথে খুব বেশি ব্যবসায়িক খাত উন্মুক্ত করে দেওয়া হয়। 

বিস্তৃত পরিসরে অর্থনীতি সচলে লস এঞ্জেলেস কাউন্টি শর্ত পূরণ করেছে বলে জানিয়েছে। প্রতি এক লাখ বাসিন্দায় ২৫ জনের কম গত ১৪ দিনে করোনায় আক্রান্ত হয়েছেন। অথবা  শতকরা ৮ জনের কম করোনা পজিটিভ ধরা পড়েছে শেষ সাত দিনে।

তবে কাউন্টিগুলো ব্যবসা সচলে অন্যতম মর্ত হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে যথাসময়ে ব্যবস্থা নেওয়ার সক্ষমতা থাকা। লস এঞ্জেলেস কাউন্টি এ ব্যাপারেও নিজের অবস্থান জানিয়েছে। 

/এলএ বাংলা টাইমস/এন/এইচ