লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসের রেস্টুরেন্টগুলোতে বড় পরিসরে ব্যবসার অনুমতি


করোনা মহামারি সংকট ধীরে ধীরে কাটিয়ে উঠতে শুরু করেছে ক্যালিফোর্নিয়া। অন্যান্য কাউন্টিগুলো বিস্তৃত পরিসরে ব্যবসা-বাণিজ্য শুরু করলেও পিছিয়ে ছিল লস এঞ্জেলেস কাউন্টি। তবে এবার সেখানে দ্বিতীয় ধাপে জীবনযাত্রা শুরু করতে অনুমতি দেওয়া হয়েছে।


এবার লস এঞ্জেলেস কাউন্টির রেস্টুরেন্ট ও বারগুলো টেক আউটের পাশাপাশি খাবার পরিবেশনেরও সুযোগ পাবে। তবে এক্ষেত্রে সামাজিক দূরত্ব ও যথাযথ সতর্কতা বজায় রাখতে হবে। গভর্নর গেভিন নিউসাম ইতোমধ্যে এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছেন। যা অন্য কাউন্টিগুলো মেনে চলছে।

এর আগে বুধবার লস এঞ্জেলেস কাউন্টি রাজ্যের কাছে আবেদন জানায়, শর্ত-পূরণ করায় সেখানে ধীরে ধীরে বড় পরিসরে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করা উচিত। কাউন্টি সুপারভাইজার ক্যাথরিন বার্জার এক বিবৃতিতে বলেন, স্থানীয় তথ্য যাচাই করে দেখা যায় আমরা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। আমরা সামনের ধাপগুলোর জন্য প্রস্তুত। এরপরই লস এঞ্জেলেস কাউন্টি দ্বিতীয় ধাপে সচলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া সেলুন ও বারবার-শপগুলোও খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। একেবারে প্রাথমিকভাবে যেসব রেস্টুরেন্ট বড় পরিসরে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলোর একটি তালিকাও জানিয়েছে লস এঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ।

নতুন আরোপিত নিয়ম অনুসারে রেস্টুরেন্টের কর্মচারি ও গ্রাহক উভয়ের স্বাস্থ্য সতর্কতা বজায় রাখা হবে প্রধান চ্যালেঞ্জ। এ জন্য টেবিলগুলোকে অন্তত ৬ ফুট দূরত্ব রেখে সাজাতে হবে। ফেসমাস্ক ব্যবহার ও উন্মুক্তস্থানে বসা উৎসাহিত করতে হবে। রেস্টেুরেন্টে ব্যবহৃত জিনিসগুলো যাতে যথাযথ স্থানে রাখা হয় তা নিশ্চিত করতে হবে।
 
করোনাভাইরাসে ক্যালিফোর্নিয়ায় এ পর্যন্ত  ৪ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন। লস এঞ্জেলেস কাউন্টিতে সংক্রমণ হয়েছে সবচেয়ে বেশি। এখানে মারা গেছেন ২ হাজার ২ শ জনের বেশি। এছাড়া আক্রান্ত হয়েছেন অন্তত ৫০ হাজার।


/এলএল/ বাংলা টাইমস/এন/এইচ