লস এঞ্জেলেস

এবার হলিউডে হাঁটুগেড়ে সহমর্মিতা জানাল ন্যাশনাল গার্ড সেনারা



কালোদের অধিকার আদায়ে সোচ্চার প্রতিবাদকারীদের সঙ্গে সমর্থন জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের নানা শ্রেণি-পেশার মানুষ। এর আগে হাঁটুগেড়ে তাদের প্রতি সহমর্মিতা জানিয়েছে বিভিন্ন রাজ্যের পুলিশ অফিসাররা। লস এঞ্জেলেস মেয়র এরিক গ্যারসেটিও হাঁটুগেড়ে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। এবার একই পদক্ষেপ নিল হলিউডে দায়িত্বপালন করা  ন্যাশনাল গার্ড সেনারা। 

মঙ্গলবার বিকেলে আন্দোলনকারীরা জড়ো হয়েছিলেন হলিউডে। সাউথল্যান্ড স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছিল। এসময় ন্যাশনাল গার্ড সেনারা হাঁটুগেড়ে থাকেন কয়েক মিনিট। উপস্থিত সবাই এতে মুগ্ধ হয়ে যান ও সেনাদের প্রশংসা করতে থাকেন।

লস এঞ্জেলেস ও আশেপাশের এলাকাগুলোতে শ’য়ে শ’য়ে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করা হয়েছে। বেভারলি হিলস ও সান্তা মনিকাসহ যেসব অঞ্চলে লুটপাট বেশি সেসব স্থানে তারা টহল দিচ্ছে। ১৯৯২ সালের রোডনি কিংস দাঙ্গার পর এবার প্রথম লস এঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।


হলিউডে প্রতিবাদকারীরা দুপুর থেকে জড়ো হতে থাকেন। তারা শান্ত ছিলেন। তবে সন্ধ্যা ৬টার পর কিছু আন্দোলকারীকে গ্রেফতার করা হয়।  কারণ তখন লস এঞ্জেলেস কাউন্টিতে কারফিউ কার্যকর  হওয়া শুরু করে। 

ভ্যান নেস ও ম্যাপলউডের কাছাকাছি এলাকায় বেশ কয়েকজনকে গ্রেফতার  করা হয় কারফিউ না মেনে চলায়। তবে ঠিক কতজনকে গ্রেফতার করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের প্রধান মাইকেল মুর এর আগে বলেছিলেন আন্দোলনের শুরু থেকে প্রায় ২৭০০ মানুষকে গ্রেফতার করা হয়।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ