লস এঞ্জেলেস

প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট প্রকাশ



দ্য হোয়াইট হাউজ বুধবার প্রেসিডেন্ট ট্রাম্পের শারীরিক অবস্থার কথা জানিয়েছে। ৭৩ বছর বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পর এবার তৃতীয়বারের মতো তার স্বাস্থ্য বিষয়ে আপডেট দেওয়া হলো। 


রিপোর্টের তত্ত্বাবধানে ছিলেন ট্রাম্পের চিকিৎসক সেন কনলি। প্রেসিডেন্টের বিভিন্ন শারীরিক পরীক্ষা শেষে তার গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন ধরা পড়েনি বলে উল্লেখ করেছেন তিনি।


কনলি আরো লেখেন,  গত এপ্রিলে প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প দায়িত্বগ্রহণের পর থেকে  তার তৃতীয় ধারাবাহিক স্বাস্থ্য পরীক্ষা করেন। আমার দায়িত্বে বিশেষ ডায়াগনস্টিক পরীক্ষা সমূহ সম্পন্ন হয়েছে।


প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৯ সালের নভেম্বর থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত ওয়াল্টার রিড ন্যাশনাল মেডিকেল সেন্টার ও হোয়াইট হাউজে যেসব চিকিৎসা পরামর্শ নিয়েছেন রিপোর্টে সেসব তুলে ধরা হয়েছে।


ট্রাম্পের অনুমতি নিয়েই তার ব্যক্তিগত কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। যেমন তার উচ্চতা: ৬  ফুট ৩ ইঞ্চি, ওজন: ২৪৪ পাউন্ড, হার্ট রেট: ৬৩ বিট/মিনিটে, ব্লাড প্রেশার: ১২১/৭৯ এমএমএইচ জি।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ