লস এঞ্জেলেস

ভিন্নরকম আয়োজনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস



যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস ৪ জুলাই। বিশেষ এই দিনটি প্রতিবছরই পালিত হয়ে থাকে নানান উৎসব আয়োজনে। এবছর তার ব্যতিক্রম। তারপরও লাখ লাখ আমেরিকান নাগরিক রীতি-রেওয়াজ ও ঐতিহ্যের মধ্যে দিয়ে ৪ জুলাই দিনটি উৎযাপন করছে।

ব্রিটেন থেকে ১৭৭৬ সালে মুক্তির এই দিনটি প্রত্যেকটি আমেরিকানের জন্যই বিশেষ দিন। তবে এবছর থাকছে না তেমন কোনো আয়োজনই। নেই বাৎসরিক কোনো প্যারেড আয়োজন। কিছু কিছু আয়োজক জনসমাগম না করেই আতশবাজির আয়োজন করেছে। সঙ্গে বিশেষ এই দিনটিতে আয়োজন করা হয়েছে কিছু ভার্চুয়াল অনুষ্ঠানের। যেন সবাই ঘরে বসেই নিরাপদে আমেরিকার স্বাধীনতা দিবসের উৎসব উৎযাপন করতে পারে। বেশ কিছু রাজ্যে বন্ধ রাখা হয়েছে অনেক বার ও রেস্টুরেন্ট।

যুক্তরাষ্ট্রতবে এমন পরিস্থিতিতে সমালোচনার মুখেও ৪ জুলাইয়ের জন্য উদযাপন অনুষ্ঠান আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মাউন্ট রুশমোরে বক্তৃতা করার কথা রয়েছে তার। এর আগে তুলসায় বিপুল জনসমাগমে প্রচারণা র‌্যালির আয়োজন করে সমালোচনার মুখে পড়েন ট্রাম্প।

জুন ২৩ এর ওই র‌্যালির পরে সেখানে আক্রান্তের সংখ্যা আরো বেড়ে যায়।  ট্রাম্প প্রচারণারও ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হন আর তুলসা র‌্যালিতে অংশ নেওয়া সিক্রেট সার্ভিসের কয়েক ডজন কর্মী এবং এজেন্টকে সেলফ কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

এল বাংলা টাইমস/এস/আর