লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় করোনা সংক্রমণ হ্রাসেও উদ্বেগ কমছে না



ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাস সংক্রমণ ও হাসপাতালে ভর্তির হার হ্রাস পেয়েছে। কিন্তু গভর্নর গেভিন নিউসাম বেশ কিছু কাউন্টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্বিতীয় মাত্রার ঝুঁকির কথা বলছেন। গভর্নর বলেন, ‘আমরা পরিমিত হ্রাস দেখতে পেয়েছি কিন্তু আমরা এর বাহিরে না।’

সোমবার করোনাভাইরাস নিয়ে ব্রিফিংয়ে গভর্নর বেশ কিছু ‘ভালো সংবাদ’ প্রদান করেন। সমগ্র স্টেট জুড়ে সাত দিনে ২১ শতাংশ করোনা সংক্রমণ হ্রাস পেয়েছে। পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেলেও আক্রান্তের সংখ্যা কমেছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার হ্রাস পেয়েছে ১০ শতাংশ। আইসিইউ এর ব্যবহার কমেছে ৫ শতাংশ।  

কিন্তু সোমবার মারা গেছেন ৩২ জন। যা দৈনিক গড় থেকে কম। সেন্ট্রাল ভ্যালিতে এক তরুণের মৃত্যুর কথা উল্লেখ করে গভর্নর বলেন, ‘এটা কতো মারাত্মক ও যে কেউ আক্রান্ত হতে পারে।’ গভর্নর বলেন, এটা মাত্র কয়েক দিনের তথ্য। তিনি আশা প্রকাশ করেন এটা স্থায়ী হবে এবং করোনা সংক্রমণ, হাসপাতালে ভর্তি ও মৃত্যু হ্রাস পাবে। তিনি বলেন, ‘এই ভাইরাস কোথাও চলে যায়নি। এটা কোনো ছুটিতে যায়নি। যতদিন কোনো ভ্যাক্সিন না আসবে তত দিন একে নিয়ে থাকতে হবে।’ 

সাউথার্ন ক্যালিফোর্নিয়ায় হাসপাতালে ভর্তির হার হ্রাস পেলেও সেন্ট্রাল ভ্যালি নিয়ে এখনও উদ্বেগ রয়েছে। ওই সকল কাউন্টিতে এখনও আক্রান্ত, হাসপাতালে ভর্তি, আইসিইউর ব্যবহার অধিক। এছাড়া কালারড মানুষ ও এসানশিয়াল শ্রমিকরা ভাইরাসে অধিক আক্রান্ত হচ্ছে।  

এলএ বাংলা টাইমস/এসআর