লস এঞ্জেলেস

প্রস্তাবনা ১৪: নিজস্ব স্টেম সেল রিসার্চ সেন্টার হবে ক্যালিফোর্নিয়ায়

যুক্তরাষ্ট্রের আসন্ন সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি বেশকিছু প্রস্তাবনা ভোটেও অংশ নিবেন ভোটাররা। বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ ইস্যু এবং যেসব বিষয়ে সিদ্ধান্ত নিলে জনগণের উপর প্রভাব পড়বে, সেসব বিষয়ে সাধারণত এই প্রস্তাবনা ভোটের আয়োজন করা হয়। ক্যালিফোর্নিয়ায় এবারে নির্বাচনী ব্যালটে প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি ১২ টি প্রস্তাবনা ভোটে অংশ নিতে হবে ক্যালিফোর্নিয়াবাসীর। এরমধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক প্রস্তাবনা রয়েছে একটি। এই প্রস্তাবনার নাম দেওয়া হয়েছে প্রস্তাবনা ১৪। প্রস্তাবনা ১৪ অনুযায়ী, ক্যালিফোর্নিয়ায় নিজস্ব স্টেম সেল গবেষণাগার গড়ে তুলতে চাইছে কর্তৃপক্ষ। এজন্য বাজেট নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৮ বিলিয়ন ডলার। স্বাস্থ্যখাতে ব্যয় করা হবে ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার। ত্রিশ বছরের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বন্ড বিক্রি করে ৫ দশমিক ৫ ডলার ধার করবে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ। পরবর্তীতে সেসব প্রতিষ্ঠানকে ত্রিশ বছরের মধ্যে জনগণের ট্যাক্স থেকে ৭ দশমিক ৮ বিলিয়ন ডলার পরিশোধ করা হবে। এই টাকায় মূলত স্টেম সেল এজেন্সি এবং রিজেনারেটিভ এজেন্সি ও গবেষণার কাজে ব্যবহার করা হবে। ১ দশমিক ৫ বিলিয়ন ডলার ব্যয় করা হবে স্ট্রোক ও ব্রেইন বিষয়ে গবেষণার কাজে। বাকি টাকায় বিভিন্ন স্বাস্থ্যসেবা মূলক প্রতিষ্ঠান তৈরি করা হবে। ইতোমধ্যে ক্যালিফোর্নিয়ার স্টেম সেল রিসার্চ সেন্টার নিয়ে পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন ক্যালিফোর্নিয়াবাসী। বেশিরভাগ ক্যালিফোর্নিয়াবাসী স্বাস্থ্যসেবাকে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখছে। তারা চাইছেন ক্যালিফোর্নিয়ায় স্বতন্ত্র গবেষণাগার হোক। অপরদিকে কেউ কেউ বলছেন, রাজ্যে স্বতন্ত্র স্টেম সেল রিসার্চ সেন্টার প্রয়োজন নেই। ট্যাক্স এর টাকা থেকে আলাদা স্টেম সেল রিসার্চ সেন্টার তৈরির প্রয়োজন নেই। তবে প্রস্তাবনা ১৪ অনুযায়ী ক্যালিফোর্নিয়ায় স্টেম সেল রিসার্চ সেন্টার হবে কী না, সেটি ৩ নভেম্বর ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা নির্ধারণ করবেন।
এলএবাংলাটাইমস /ওএম