লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় প্রস্তাবনা ২১ পাশ হলে কমবে উচ্ছেদ শঙ্কা

দুই সপ্তাহ পরেই প্রেসিডেন্ট নির্বাচন। ৩ নভেম্বরের নির্বাচনে ভোটাররা প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রস্তাবনায় জনমত ভোট দিবেন। প্রায় প্রত্যেক রাজ্যের ব্যালটেই প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দেওয়ার সাথে প্রস্তাবনা ভোট দেওয়ার সুযোগও রয়েছে। ক্যালিফোর্নিয়ায় এবারের নির্বাচনে ১২টি প্রস্তাবনা রেখেছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ। এরমধ্যে বাড়ি বাড়া সংক্রান্ত প্রস্তাবনা রয়েছে একটি - প্রস্তাবনা ২১।

প্রস্তাবনা ২১ কী বিষয়ে? প্রস্তাবনা ২১ অনুযায়ী, ১৫ বছর বা তার পুরোনো আবাসিক ভবনের ক্ষেত্রে ভাড়া চূড়ান্ত বিষয়ে লোকাল গভর্নমেন্ট হস্তক্ষেপ করতে পারবে। সেক্ষেত্রে একেক রাজ্যে একেকরকম ভাড়া নির্ধারিত করার সুযোগ রয়েছে। হ্যাঁ ভোট দিলে কী হবে? বর্তমান আইন অনুযায়ী ভাড়া নির্ধারণের ক্ষেত্রে খুব বেশি ক্ষমতা রাজ্য কর্তৃপক্ষের হাতে নেই। হ্যাঁ ভোটের মাধ্যমে এই আইনটি পাশ হলে বিভিন্ন শহর ও কাউন্টিগুলোর আবাসিক ভবনগুলোর ভাড়া নির্ধারণের ক্ষেত্রে ক্যালিফোর্নিয়ার আইন হস্তক্ষেপ করতে পারবে। না ভোট দিলে কী হবে? বর্তমানে রাজ্য কর্তৃপক্ষের হাতে ভাড়া নির্ধারণ বিষয়ে যে ক্ষমতা রয়েছে, সেটিই বহাল থাকবে। প্রস্তাবনা ২১ এর উপকারীতা: প্রস্তাবনা ২১ পাশ হলে বাসিন্দাদের উচ্ছেদ হুমকি কমে যাবে। করোনাভাইরাসের কারণে কর্মহীন মার্কিনীদের বাড়িভাড়া দেওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে সম্প্রতি। এই আইনের ফলে বাসিন্দাদের উচ্ছেদ হুমকি অনেক কমে যাবে। প্রস্তাবনা পাশ না হলে কী হবে? প্রস্তাবনা ২১ পাশ না হলে সাম্প্রতিক উচ্ছেদ হুমকি আরো বেড়ে যাবে ক্যালিফোর্নিয়ায়। এছাড়াও নিম্ন আয়ের মানুষদের চলমান অর্থনৈতিক সংকট আরো তীব্র হবে। এছাড়াও আবাসিক ভবনের ভাড়া একচেটিয়া বেড়ে যাওয়ার শঙ্কাও থাকবে। এলএবাংলাটাইমস /ওএম