লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে সর্বনিম্ন বেতন (Minimum Wage) ঘণ্টায় ১৫ ডলার।

আগামী ২০২০ সালের মধ্যে লস এঞ্জেলেসে ন্যুনতম বেতন বা মজুরী (Minimum

Wage) প্রতি ঘণ্টা ১৫ ডলারে উন্নীত করা হয়েছে। বিলটি আইনে পরিনত হয়েছে ইতিমধ্যে আইনে

পরিনত হয়েছে । গত ১৩ই জুন ২০১৫ তারিখে লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসিটি ( Mayor

Eric Garcetti ) বিলে সাক্ষর করে আইনে পরিনত করেন। অনুষ্ঠানটির ভেন্যু ছিল মারটিন লুথার

কিং জুনিয়র পার্ক । এ নিয়ে বাঙ্গালী কমিউনিটি সহ সকল সাধারণ শ্রমজীবী মানুষের মাঝে আনন্দের

বন্যা বয়ে যাচ্ছে। তাঁদের দীর্ঘ দিনের দাবি পূরণনের পথে। এর ফলে প্রায় ৮০০,০০০ লোক উপকৃত

হবে। তাঁদের জীবন মান উন্নত হবে। দারিদ্র সীমার নিচ থেকে বের হয়ে আসতে পারবে। ঘোষণা

অনুযায়ী মজুরী বাড়বে কয়েকটি ধাপে। যাদের ২৫ জনের বেশী কর্মচারী আছে, তাঁদের এই মজুরী

আগে বাড়াতে হবে । বর্তমানে ঘণ্টায় ৯ ডলার করে সর্বনিম্ন মজুরী (Minimum Wage) দেয়া হয়।



নতুন মজুরী বাড়ার ধারাবাহিকতা নিম্নরূপঃ
 # $৯ বর্তমানে আছে
 # $১০.৫০ হবে জুলাই ২০১৬ ‘র মধ্যে
# $১২ হবে জুলাই ২০১৭‘র মধ্যে
 # $১৩.২৫ হবে জুলাই ২০১৮ ‘র মধ্যে
# $১৪.২৫ হবে জুলাই ২০১৯‘র মধ্যে
# $১৫ হবে জুলাই ২০২০‘র মধ্যে
যেসব ব্যবসা প্রতিষ্ঠানে ২৫ জনের নিচে

কর্মী আছে তারা এটি বাস্তবায়নের জন্য আরও এক বছর বেশী সময় পাবেন।


এসব ছোট প্রতিষ্ঠান

২০২১ সাল নাগাদ পর্যন্ত মজুরী বাড়ানোর সুযোগ পাবে। মেয়র এরিক গারসিটি ( Mayor Eric

Garcetti ) বলেন, “আজ বিজয় হয়েছে আমাদের শহরের , আমাদের কমিউনিটির এবং কাজ করা

সকল লস এঞ্জেলেসবাসীর”। তিনি আরও বলেন, “ আজকের এই ন্যুনতম মজুরী (Minimum

Wage) বৃদ্ধি বৈষম্য দুর করবে এবং কাজ করা পরিবারগুলোকে দারিদ্রতা থেকে বের হতে সামর্থ্য

করবে”। আইনটিতে সাক্ষরের পরে মেয়র সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সাক্ষর করা ফাইল

নিয়ে ফটোসেশন করেন। মজুরী বৃদ্ধি সাক্ষর অনুষ্ঠানে লস এঞ্জেলেসের বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট

বাক্তি বর্গ উপস্থিত ছিলেন। তারা সবাই তাঁদের উৎফুল্লতা প্রকাশ করেন।


উক্ত সাক্ষর অনুষ্ঠানে

উপস্থিত বাঙ্গালী নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট (অব ) আ ফ ম জিয়াউল ইসলাম, জনাব

মুজিব সিদ্দিকী, জনাব শামসুদ্দিন মানিক, ড. সিরাজ উল্লাহ , জনাব মারুফ ইসলাম, এল এ

বাংলাটাইমসের সম্পাদক জনাব আব্দুস সামাদ সহ আরও অনেকে।


তারা মেয়র ( Mayor Eric

Garcetti ) কে এরকম জন কল্যাণকর কাজের জন্য শুভেচ্ছা জানান। এখানে বিশেষ ভাবে উল্লেখ্য

যে, লস এঞ্জেলেসে প্রবাসী বাঙ্গালী সম্প্রদায়ের অনেক মানুষ অর্থনৈতিক ভাবে দুর্বল। তাঁদের আয়

কম। নিম্ন মজুরীতে কাজ করে তারা সল্প পয়সা আয় করেন। পরিবার পরিজন নিয়ে কষ্টে দিনাতিপাত

করেন। এই মজুরী বৃদ্ধি সেসব খেটে খাওয়া মানুষের জন্য উপকার করবে। নিম্ন আয়ের বাঙ্গালীরা

এখন আরও সচ্ছলভাবে সংসার চালাতে পারবেন। এজন্য বাংলাদেশী কমিউনিটি খুব আনন্দিত।