লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার ক্যাপিটল হিলে কড়া নিরাপত্তা, হামলার শঙ্কা

আসন্ন জানুয়ারির ২০ তারিখ আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন জো বাইডেন। আর শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন রাজধানী ওয়াশিংটনসহ ৫০টি অঙ্গরাজ্যে সশস্ত্র সহিংসতার শঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে এফবিআই। এফবিআই এর এই সতর্কবার্তার পর কড়া নিরাপত্তা জারি করা হয়েছে ক্যালিফোর্নিয়ার স্টেট ক্যাপিটলে। নিয়মিত নিরাপত্তার বাইরে বাড়তি কড়া নিরাপত্তা বেষ্টনী যুক্ত করা হয়েছে, যোগ করা হয়েছে বাড়তি জনবল।  কর্তৃপক্ষ জানায়, বুধবার ওয়াশিংটনের ক্যাপিটল হিলে ট্রাম্পপন্থি ও শ্বেতাঙ্গ উগ্রপন্থিদের নজিরবিহীন হামলার পর এবং বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এফবিআই এর সতর্কবার্তার পর ক্যালিফোর্নিয়ার ক্যাপিটলে বাড়তি এই সতর্কতা জারি করা হয়েছে। তবে ক্যালিফোর্নিয়ার ক্যাপিটলে হামলার শঙ্কার সুস্পষ্ট কোনো তথ্য রয়েছে কী না, এই বিষয়ে তথ্য প্রকাশ থেকে বিরত থেকেছে কর্তৃপক্ষ। এছাড়া স্যাক্রোমেন্টোর ক্যাপিটলে বাড়তি কী নিরাপত্তা বেষ্টনী জারি করা হয়েছে, সেটি জানাতেও অস্বীকৃতি জানায় কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়া স্টেট ক্যাপিটলের নিরাপত্তা প্রধান এলিসা ব্যাকলে জানান, যেকোনো ধরণের হামলা প্রতিহত করার জন্য আমাদের সশস্ত্রবাহিনী প্রস্তুত রয়েছে। নতুন নিরাপত্তা বেষ্টনী যোগ করা হয়েছে, সেই সাথে জনবল বাড়ানো হয়েছে। স্টেট সিনেট ক্যাটরিনা রড্রিগেজ সাময়িকভাবে স্টেট ক্যাপিটল বন্ধ রাখার পাশাপাশি বাড়তি সতর্কতা যোগ করতে পরামর্শ দিয়েছেন। ক্যালিফোর্নিয়া রাজ্যের দুই আইনপ্রণেতা হেনরি স্টারন ও টম আমবার্গ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করার প্রক্রিয়ায় সমর্থন জারি করে আইন স্বাক্ষর করবেন। তাই স্টেট ক্যাপিটল ট্রাম্পপন্থিদের হামলার কেন্দ্রবিন্দু হতে পারে। সোমবার (১১ জানুয়ারি) ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম বলেন, আমাদের সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের পাশাপাশি নিরাপদে থাকতে হবে। এর আগে গত বুধবার লস এঞ্জেলেস কাউন্টিতেও উগ্র ট্রাম্পপন্থি সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাম্পপন্থি সমর্থকদের মধ্যে অনেককে আটক করা হয়। এলএবাংলাটাইমস/ওএম