লস এঞ্জেলেস

মাস্ক বিষয়ে নীতিমালায় পরিবর্তন করবে ক্যালিফোর্নিয়া

সম্প্রতি ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) টিকার পূর্ণ গ্রহীতাদের জন্য মাস্ক বিষয়ে নতুন নীতিমালা জারি করেছে। এটিকে ফেডারেল গাইডেন্স হিসেবে জারি করা হয়েছে। মাস্ক নিয়ে ফেডারেল গাইডেন্স প্রণয়নের পাশাপাশি রাজ্য কর্তৃক নতুন নীতিমালা জারির কথা জানানো হয়েছে। বোর্ড অব সুপারভাইজারকে রিভারসাইড কাউন্টির পাবলিক হেলথ অফিসার ড. জিওফরে লিওং এই কথা জানান।

তিনি বলেন, 'আমাদের এগিয়ে যেতে হলে ধীরে ধীরে বিধিনিষেধ শিথিল করতে হবে'। এদিকে, সিডিসি কর্তৃক ঘোষিত নীতিমালায় যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, তাদের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, যারা টিকা গ্রহণ করেছেন, তারা বাড়ির ভিতরে অল্প পরিসরে মাস্ক ছাড়া একত্রিত হতে পারবেন, খাবার খাওয়ার সময় মাস্ক খুলে রাখতে পারবেন এবং সেই সাথে একত্রে শরীর চর্চা করতে পারবেন। মঙ্গলবার (২৭ এপ্রিল) হোয়াইট হাউজকে দেওয়া ব্রিফিং এ সিডিসি প্রধান ড. রোচেলে ওয়ালেন্সকি এই নীতিমালা প্রকাশ করেন। তিনি বলেন, 'যারা টিকা গ্রহণ করেছেন, তাদের জন্য বাইরে ছোট পরিসরে একত্র হওয়া বা বাইরে খাবার খাওয়ার সময় মাস্ক ব্যবহার না করলে ঝুঁকি নেই'। সিডিসি প্রধান জানান, সাধারণত টিকাগ্রহীতাদের জন্য বাইরে মাস্ক ছাড়া বের হওয়াতে ঝুঁকি নেই। তবে যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেননি, তাদের মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যবহার ছাড়া অন্য যেই বিষয়ে পরিবর্তন আনা হয়েছে, সেগুলো হলো- ১) যারা টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করেছেন তারা আবার অভ্যন্তরীণ ভ্রমণ করতে পারবেন। সে ক্ষেত্রে তাদের ভ্রমণের আগে কিংবা পৌঁছে করোনা পরীক্ষা করাতে হবে না। ২) ইন্টারন্যাশনাল ফ্লাইটে ও বিদেশ ভ্রমণের ক্ষেত্রে করোনা পরীক্ষা করাতে হবে না। অন্য কোনো দেশ থেকে ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রে ফিরলে কোয়ারেন্টাইনে থাকতে হবে না। ৩) যদি কোনো প্রকার লক্ষণ না থাকে তবে করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে না৷ সাম্প্রতিক সময়ে ক্যালিফোর্নিয়ার করোনা পরিস্থিতি অনেক উন্নতি করেছে৷ ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথের সূত্র মতে, মঙ্গলবার করোনা আক্রান্তের হার লাখে ৪ দশমিক ৭ শতাংশ ছিল। তাই মাস্ক ব্যবহার নিয়ে ক্যালিফোর্নিয়া নতুন ঘোষণা দিবে সেটা স্পষ্ট। আগের থেকে করোনা বিধিনিষেধ অনেক কমিয়ে আনা হবে ও মাস্ক ব্যবহারের নিয়মে শিথিলতা আনা হবে বলে ধারণা করা হচ্ছে। এলএবাংলাটাইমস/ওএম