লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপদাহ: জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে তীব্র তাপদাহ বিরাজ করছে। ফলে ক্যালিফোর্নিয়ায় 'স্টেট অব ইমার্জেন্সি' জারি করা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের জন্য এই জরুরি অবস্থা জারি করা হয়। ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনাসহ দক্ষিণের অঞ্চল নেভাদা ও ইউটাহতেও এই একই জরুরি অবস্থা জারি করা হয়েছে। বাসিন্দাদের এয়ার কন্ডিশন রুমে থাকার পাশাপাশি সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলতে পরামর্শ দেয় কর্তৃপক্ষ। একই সাথে 'পিক আওয়ারে' বিদ্যুৎ সঞ্চয় করতেও পরামর্শ দেন কর্তৃপক্ষ। রবিবার পর্যন্ত ১০০-১১০ ফারেনহাইট (৩৭-৪৩ ডিগ্রী সেলসিয়াস) তাপমাত্রা হতে পারে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম জানান, রবিবার রাত ৭টা পর্যন্ত রাজ্যে জরুরি অবস্থা জারি থাকবে। এনার্জি ইনফাস্ট্রাকচার কমাতে এবং শক্তি সঞ্চয় করতে এই জরুরি অবস্থা জারি করা হয়। দ্য ক্যালিফোর্নিয়া ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটর বাসিন্দাদের থার্মোস্ট্যাটস ৭৮ ডিগ্রী ফারেনহাইটে রাখতে পরামর্শ দিয়েছেন। এছাড়া ভারী বৈদ্যুতিক যন্ত্র ও অযথা আলো না ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পৃথিবীর অন্যতম উষ্ণতম অঞ্চল ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি ন্যাশন পার্কে বৃহস্পতিবার তাপমাত্রা মাপা হয়েছে ১৩০ ডিগ্রী ফারেনহাইট বা ৫৪ ডিগ্রী সেলসিয়াস। ডেথ ভ্যালির স্থানীয় বাসিন্দারা বলেন, তাপমাত্রা ১২০ ডিগ্রী ফারেনহাইট পর্যন্ত সহনীয় কিন্তু এর বেশি উপরে উঠে গেলে জীবন অসহনীয় হয়ে উঠে। স্যান ফ্র‍্যান্সিসকো শহরেও তীব্র তাপমাত্রার সৃষ্টি হয়েছে। ফলে শহরের বিভিন্নস্থানে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ তৈরি করা হয়েছে। অ্যারিজোনার ফনিক্স শহরে বৃহস্পতিবার তাপমাত্রা মাপা হয়েছে সর্বোচ্চ ১১৮ ডিগ্রী ফারেনহাইট, লাস ভেগাসে তাপমাত্রা মাপা হয় ১১৫ ডিগ্রী ফারেনহাইট ও ডেনভারে ১০০ ডিগ্রী ফারেনহাইট। দক্ষিণ-পশ্চিমের অন্তত ৫০ মিলিয়ন বাসিন্দা তীব্র তাপদাহের ফলে জরুরি অবস্থা নির্দেশের আওতায় রয়েছে৷ সামনে আরো কয়েকবার এই তীব্র তাপবাহ বা হিট ওয়েভ আসতে পারে বলে জানান আবহাওয়াবিদরা। এলএবাংলাটাইমস/ওএম