লস এঞ্জেলেস

বিনামূল্যে টিকা দিচ্ছে ম্যাকডোনাল্ড'স, মিলছে খাবারও

সাউদার্ন ক্যালিফোর্নিয়া ম্যাকডোনাল্ড'স লোকেশনে বাসিন্দাদের বিনামূল্যে করোনার টিকা বিতরণ করা হচ্ছে। একই সাথে মিলছে বিনামূল্যের খাবার। সোমবার (২১ জুন) থেকে এই সুবিধাগুলো প্রদানের ঘোষণা দিয়েছে বিশ্বের সর্ববৃহৎ হ্যামবার্গার ফাস্ট ফুডের রেস্তোরাঁ ম্যাকডোনাল্ড'স। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথের সাথে একত্রিত হয়ে সম্মিলিতভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে ম্যাকডোনাল্ড'স। রাজ্যের ৭০টি লোকেশনে এই সুবিধা প্রদানের পাশাপাশি ৫০টি ঘনবসতি লোকেশনের ক্লিনিকে এই সুবিধা পাওয়া যাবে। ম্যাকডোনাল্ড'স এক পোস্টের মাধ্যমে জানায়, যারা ম্যাকডোনাল্ড'স লোকেশন থেকে টিকা গ্রহণ করবে, তাদের ফ্রি মেন্যু কুপন প্রদান করা হবে। সেক্ষেত্রে কোনো হেলথ ইন্সুরেন্স কিংবা অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন পড়বে না'। পপ-আপ রেস্টুরেন্টগুলো লস এঞ্জেলেস, অরেঞ্জ কাউন্টি, সান বার্নার্ডিনো কাউন্টি ও রিভারসাইড কাউন্টিতে পাওয়া যাবে। ম্যাকডোনাল্ড'স জানায়, কিছু লোকেশনে একদিন ক্লিনিক ব্যবস্থা থাকবে, অন্যান্য স্থানে জুন ২১ থেকে কয়েকবার ক্লিনিক খোলা হবে। এলএবাংলাটাইমস/ওএম