লস এঞ্জেলেস

কর্মক্ষেত্রে টিকা সনদ যাচাই করতে বিশেষজ্ঞদের পরামর্শ

নিজ প্রতিষ্ঠানের কর্মীরা করোনার টিকা গ্রহণ করেছে কী না, সেটি যাচাই করে এরপর মাস্ক ব্যবহার শিথিল করতে মালিকদের আহবান জানিয়েছেন লস এঞ্জেলেসের স্বাস্থ্য কর্মকর্তারা। লস এঞ্জেলেস কাউন্টির পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, 'যারা টিকা গ্রহণ করেনি, করোনা তাদের জন্য মহামারি'। ক্যালিফোর্নিয়া রাজ্য আইন অনুযায়ী, যারা টিকা গ্রহণ করেনি, কর্মক্ষেত্রে তাদের মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক। বারবারা ফেরের আরো বলেন, 'আশা করি কর্মীরা কর্মক্ষেত্রে নিজেদের সুরক্ষা বজায় রাখবে এবং টিকা গ্রহণ বিষয়ে সততা প্রকাশ করবে'। সাম্প্রতিক সময়ে লস এঞ্জেলেস কাউন্টিতে শঙ্কা ছড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। এখন পর্যন্ত বেশ কয়েক ডজন ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায়। ডেল্টা ভ্যারিয়েন্ট গত বছর ভারতে প্রথম শনাক্ত হয়। করোনার অন্যান্য ভ্যারিয়েন্ট থেকে এই ডেল্টা ভ্যারিয়েন্ট আরো বেশি সহজে সংক্রমিত হয় বলে ধারণা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। এখন পর্যন্ত বিশ্বের অন্তত ৮০টি দেশে এই ডেল্টা ভাইরাস শনাক্ত হয়েছে৷ এছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে ডেল্টা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) প্রধান ড. রোচেলে ওয়ালেনস্কি বলেন, আমরা জানি ব্রিটেনের কেন্ট স্ট্রেইনের থেকে এই ডেল্টা ভ্যারিয়েন্ট আরো অনেক বেশি শক্তিশালী।
আমরা ধারণা করছি আসন্ন মাসগুলোতে এই ডেল্টা ভ্যারিয়েন্ট প্রভাব বিস্তার করবে'। বর্তমানে মিসৌরি, আরাকানাসসহ অন্তত আরো তিনটি রাজ্যের প্রত্যন্ত অঞ্চলেও ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পরছে। এসব অঞ্চলের বাসিন্দাদের মধ্যে টিকা গ্রহণের হার গড় থেকেও কম। কেইসার পার্মানেন্টের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. ডেভিড ব্রোনস্টেইন বলেন, 'এটি করোনার বড় ও মারাত্মক একটি ভ্যারিয়েন্ট। এটি মানুষ থেকে মানুষে খুব সহজেই ছড়িয়ে পরে'। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, এপ্রিল মাসের শেষ থেকে লস এঞ্জেলেস কাউন্টিতে এখন পর্যন্ত অন্তত ৬০ জন ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ব্রোনস্টেইন বলেন, 'লস এঞ্জেলেস কাউন্টিতে ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াচ্ছে৷ এটি প্রাথমিকভাবে বাড়ি থেকে ছড়াচ্ছে। বাড়িতে কারো ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ থাকলে তা খুব দ্রুত অন্যান্যদের মাঝে ছড়িয়ে পরে'। স্বাস্থ্য কর্মকর্তারা এইজন্য টিকা গ্রহণের উপর গুরুত্ব দিচ্ছেন। তাঁরা বলছেন, যতো বেশি মানুষ টিকা গ্রহণ করবে, এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সম্ভাবনা ততোই কমে যাবে৷ ব্রোনস্টেইন বলেন, 'ডেল্টা ভ্যারিয়েন্টের বিপরীতে করোনার টিকা বেশ কার্যকরি বলে প্রমাণিত হয়েছে। টিকা গ্রহণ করলে বাসিন্দাদের অন্তত হাসপাতালে ভর্তি হওয়ার শঙ্কা থাকবে না'। এলএবাংলাটাইমস/ওএম