লস এঞ্জেলেস

ভাড়াটিয়া উচ্ছেদ নিষেধ আইনের সময়সীমা বাড়লো

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের বাসিন্দাদের জন্য সহায়ক ভাড়াটিয়া উচ্ছেদ নিষেধ আইনের সময়সীমা বাড়লো। সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত এই আইনের দ্বারা লস এঞ্জেলেসের নিম্ন আয়ের ভাড়াটিয়াদের উচ্ছেদ করা নিষিদ্ধ হলো। এর আগে ৩০ জুন পর্যন্ত এই আইনের সময়সীমা নির্ধারিত ছিল। মঙ্গলবার (২২ জুন) লস এঞ্জেলেস কাউন্টি বোর্ড অব সুপারভাইজার ঐক্যমতভাবে এই আইনটির সময়সীমা বৃদ্ধির পক্ষে ভোট দেন। তবে এই আইনের সময়সীমা বৃদ্ধি পাওয়ায় অসন্তোষ প্রকাশ করছেন অনেকেই। বাড়িওয়ালারা বলছেন, তারা নিজেরা কঠিন সময় পার করছেন। নিজেদের খরচ মেটাতে হলেও তাদের পূর্ণ ভাড়ার অর্থ পাওয়া আবশ্যক হয়ে দাঁড়িয়েছে৷ তবে বোর্ড অব সুপারভাইজারের সদস্যরা জানান, যার শুধুমাত্র 'বাবা-মায়ের' সম্পত্তির ভাড়ার উপর নির্ভরশীল, তাদের জন্যও আলাদা চিন্তা রয়েছে। তাঁরা বাড়িওয়ালাদের স্থানীয় ও ফেডারেল বিভিন্ন রেন্ট রিলিফ প্রোগ্রামে আবেদন করতে পরামর্শ দেন। করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের বাসিন্দাদের সুরক্ষিত রাখতে গত বছর আইনটি পাশ করানো হয়। ন্যাশনাল ইক্যুয়িটি অ্যাটলাস রেন্ট ডেবট ড্যাশবোর্ড এর তথ্যমতে, ভাড়াটিয়া উচ্ছেদ নিষেধ আইনটির সময়সীমা বাড়ানো না হলে ৭ লাখ থেকে ১০ লাখ বাসিন্দা উচ্ছেদ হুমকিতে পরে যেত। করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের বাসিন্দাদের বকেয়া সকল ভাড়া বাড়ির মালিকদের মিটিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন গভর্নর গেভিন নিউসাম। এই প্রসঙ্গে গভর্নর গেভিন নিউসাম ও রাজ্যের অন্যান্য আইনপ্রণেতারা আলোচনা করছেন বলে। ক্যালিফোর্নিয়া রাজ্যের নিম্ন আয়ের বাসিন্দাদের ২ দশমিক ৫ বিলিয়ন ডলার ভাড়া পরিশোধ বাকি আছে। রাজ্যের যেই পরিমাণ ফান্ড আছে, সেটি দিয়ে এই ভাড়া সহজেই মিটিয়ে দেওয়া সম্ভব বলে মনে করছেন রাজ্য আইনপ্রণেতারা। এলএবাংলাটাইমস/ওএম