লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় খরায় বৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র বন্ধ

ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চলজুড়ে চলমান খরায় অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র 'দ্য অ্যাডওয়ার্ড হায়াত হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট' বন্ধ করে দিতে হয়েছে। জলবিদ্যুৎ কেন্দ্রটি ক্যালিফোর্নিয়ার লেক অরভিলে অবস্থিত। ১৯৬৭ সালে এই জলবিদ্যুৎ প্রকল্পটি চালু করা হয়। তবে শনিবার (৭ আগস্ট) পানির স্তর নিচে নেমে যাওয়ায় এটিকে বন্ধ করে দেওয়া হয়। লেক অরভিলে ক্যালিফোর্নিয়া অবস্থিত দ্বিতীয় বৃহৎ জলাধার। কার্যক্রম থাকাকালীন সময়ে দ্য হায়াত জলবিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিন ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হতো। প্রায় ৫ লাখ বাড়ির বিদ্যুতের চাহিদা মেটাতে সক্ষম ছিল এই জলবিদ্যুৎ কেন্দ্রটি৷ বর্তমানে খরায় লেক অরভিলের মাত্র ২৪ শতাংশ পানি দিয়ে পূর্ণ- এমন ছবি সম্প্রতি প্রকাশ পেয়েছে৷ জাস্টিন সুলিভান নামক একজন ফটোজার্নালিস্ট এই ছবি প্রকাশ করেন সম্প্রতি৷ ক্যালিফোর্নিয়া ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটরের প্রধান বরাবর ক্যালিফোর্নিয়া পাবলিক ইউটিলিটি কমিশন এবং ক্যালিফোর্নিয়া এনার্জি কমিশনের দেওয়া চিঠি অনুসারে জানা যায়, ক্যালিফোর্নিয়ার চলমান খরা পরিস্থিতিতে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে৷ ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ওয়াটার রিসোর্সেস (ডিডব্লিউআর) এর ডিরেক্টর কারলা নেমেথ বলেন, 'লেক অরভিলের পানির স্তর কমে যাওয়ায় চালু হওয়ার পর প্রথমবারের মতো জলবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হল। এই সংকট কাটাতে রাজ্য যথাযথ পরিকল্পনা করছে'। ক্যালিফোর্নিয়া রাজ্যের ১৫ শতাংশ শক্তি জলবিদ্যুৎ কেন্দ্রের উপর নির্ভরশীল। দ্য ডিডব্লিউআর ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের পানির ব্যবহার ১৫ শতাংশ কমিয়ে আনতে পরামর্শ দেন। এলএবাংলাটাইমস/ওএম