লস এঞ্জেলেস

স্বাস্থ্যসেবার সাথে পরোক্ষভাবে সংশ্লিষ্টদের টিকা গ্রহণের বাধ্যবাধকতা

ক্যালিফোর্নিয়া রাজ্যে করোনার হার ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে রাজ্য আদেশ দিয়েছে যে যেসকল ব্যক্তিরা স্বাস্থ্যসেবার সাথে সরাসরিভাবে সংযুক্ত না কিন্তু করোনার ঝুঁকিতে আছেন, তাদেরকে বাধ্যতামূলকভাবে টিকা গ্রহণ করতে হবে। বৃহস্পতিবারে জনস্বাস্থ্যের খাতিরে আদেশটি দেওয়া হয়,। এর পূর্বে একই ধরণের আদেশ রাজ্যের ২২ লাখ স্বাস্থ্যকর্মীদের জন্য দেওয়া হয়েছিলো। সেখানে বলা হয়েছিলো যে রাজ্যের সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকর্মীদের সেপ্টেম্বর মাস শেষ হওয়ার পূর্বে বাধ্যতামূলকভাবে টিকার সম্পূর্ন ডোজ গ্রহণ করতে হবে। সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , কারাগার ও অন্যান বন্দী প্রতিষ্ঠানের স্বাস্থ্য কর্মীদের ১৪ অক্টোবরের মধ্যে টিকার সম্পূর্ন ডোজ গ্রহণ করতে হবে। এর মধ্যে স্বাস্থ্যসেবার সাথে জড়িত না কিন্তু করোনার ঝুঁকিতে আছেন যেমনঃ কারেকশনাল অফিসার, রক্ষণাবেক্ষণ কর্মী ও লন্ড্রি কর্মীরাও অর্ন্তভুক্ত। এটি এখন জানা যায়নি এই আদেশটি কতজনের উপর প্রভাব ফেলবে। শুক্রবার পর্যন্ত রাজ্যের জনস্বাস্থ্য অধিদপ্তর বা সংশোধন ও পুর্নবাসন বিভাগ এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারেনি। গর্ভনরের অফিসের সাথে যোগাযোগ করা হলেও কোন উত্তর পাওয়া যায়নি। এর আগে গর্ভনর রাজ্যের প্রশাসনিক কর্মকর্তা ও স্কুলের কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলকভাবে টিকা গ্রহণের নির্দেশ দিয়েছেন ক্যালিফোর্নিয়া কারেকশনাল পিস অফিসার এসোসিয়েশনও এই আদেশকে সর্মথন জানিয়েছে। সংস্থাটির প্রেসিডেন্ট গ্লেন স্টেইলির মুখপাত্র নাথান বালার্ড শুক্রবারে জানান যে সংস্থাটি আদেশ কার্যকর হওয়ার অপেক্ষা করছে। সংস্থাটিতে ২৮ হাজার সদস্য আছে যারা এই নির্দেশ পালন করতে সম্মতি জানিয়েছে। ক্যালিফোর্নিয়ার গর্ভনর নিউসম ঘোষণা করেছেন, রাজ্যের প্রশাসনিক কর্মকর্তাদের ও স্কুলের শিক্ষকদের প্রমান করতে হবে যে তাঁরা টিকা নিয়েয়ছেন। তাঁরা চাইলে টিকার পরিবর্তে প্রতি সপ্তাহে করোনা টেস্টের অপশন বেছে নিতে পারবেন। সান ফ্রান্সিসকো ও লস এঞ্জেলেস শহরেও একই নিয়ম জারী করা হয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টি ইমার্জেন্সি মেডিকেল টেকনেশিয়ান, প্যারামেডিক ও হোম হেলথ প্রোডাইডারদেকে টিকার সম্পূর্ন ডোজ গ্রহন করার উপদেশ দিয়েছে। নাহলে তাদের প্রতি সপ্তাহে করোনা পরীক্ষা করতে হবে। এ ব্যাপারে কাউন্টির হেলথ অফিসার ড. ক্লেটন চাও বলেন, ‘এটি কোন আদেশ নয়। আমরা মনে করি যে আমাদের সহকর্মীরা করোনার উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সংস্পর্শে আসছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ