লস এঞ্জেলেস

দাবানলের কারণে বাড়ছে বায়ু দূষণ

উত্তর ক্যালিফোর্নিয়ার দাবানলগুলোর ধোঁয়া বাতাসের মাধ্যমে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে। এর কারণে লস এঞ্জেলেস অঞ্চলের বায়ুর গুনমান ক্রমে দূষিত হচ্ছে। বৃহস্পতিবারে সাউথ কোস্ট এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট ডিস্ট্রিক্ট  লস এঞ্জেলেস  , রিভারসাইড এবং সান বার্নার্ডিনো কাউন্টির বড় অংশের জন্য একটি পরামর্শ জারি করেছে। সংস্থাটি বলেছে, ‘উত্তর ও মধ্য ক্যালিফোর্নিয়ার দাবানল ভারী ধোঁয়া তৈরি করছে যা দক্ষিণ উপকূলের এয়ার বেসিন এবং কোচেল্লা উপত্যকায়  স্থানান্তরিত হচ্ছে’। সংস্থাটি জানিয়েছে পর্বত অঞ্চল, ইনল্যান্ড এম্পায়ার এবং কোচেল্লা উপত্যকায় এর প্রভাব সবচেয়ে শক্তিশালী হবে। কয়েক সপ্তাহ ধরেই, দাবানলগুলোর কারণে বায়ু দূষণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে নিকটবর্তী বাসিন্দারা অনেক সমস্যায় ভুগছে। এখন, বাতাসের কারণে ধোয়া দক্ষিণদিকে ভেসে আসছে। লস এঞ্জেলেস, সান গ্যাব্রিয়েল, রিভারসাইড, সান্তা ক্লারিতা ও সান বার্নার্ডিনো শহরে বায়ুর গুনমান অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। বাসিন্দারা ধোয়াটে আকাশ দেখতে পেতে পারে। একজন বিশেষজ্ঞ বলেছেন, ‘ দাবানলের মৌসুম আসার আগেই একটি পোর্টেবল এয়ার ফিল্টার কিনে ফেলবেন। কারণ, দাবানল শুরু হবার পর থেকে যন্ত্রগুলো আর খুঁজে পাবেন না।‘ বায়ুর গুনমান ০ থেকে ৫০০ এর একটি স্কেল ব্যবহার করে নির্ণয় করা হয়। ১০০ এর উপরে গেলে সে বায়ু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাসিন্দারা চাইলে তাদের বাসস্থানের AQI লেভেল AirNow.gov  ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন। বিশেষজ্ঞরা বলেছে যে দাবানলের ধোয়ায়  সূক্ষ্ম পদার্থ কণা থাকে যা শ্বাস নেওয়ার সময় মানুষের শরীরের প্রবেশ করতে পারে। এর কারণে শ্বাসতন্ত্র ও হৃৎপিণ্ডে সমস্যা দেখা দিতে পারে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে দাবানলের ধোঁয়ায় ব্যাকটেরিয়া, সীসা এবং অন্যান্য বিষাক্ত পদার্থ থাকতে পারে এবং এটি করোনা আক্রান্ত হবার ঝুঁকি বৃদ্ধি করে। বাসার ভিতরে বাতাস পরিষ্কার রাখার জন্য বিশেষজ্ঞরা জানালা ও দরজা বন্ধ করে রাখার পরামর্শ দিয়েছেন। এর পাশাপাশি বাসার ভিতরে এয়ার পিউরিফায়ার চালানোর পরামর্শও দিয়েছেন। যাদের বাসায় এয়ার কন্ডিশনার আছে, তাঁরা এয়ার কন্ডিশনারকে ‘রিসারকিউলেশন’ মোডে দিয়ে বাতাস পরিষ্কার রাখতে পারবেন। বাসিন্দাদেরকে বাইরে অযথা না  যাওয়ার ও কঠোর শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকার উপদেশ দেওয়া হয়েছে। কর্মকর্তারা বলে, ‘যেসকল এলাকাগুলোতে ধোয়া সম্পর্কে সতর্কবাণী দেওয়া হয়নি, ওই সকল এলাকাগুলোতেও আপনি ধোয়া ও ছাই দেখতে পাবেন।‘ রাজ্যে বর্তমানে দুটি বড় দাবানল জ্বলছে। স্যাক্রামেন্টোর নিকটে ১ লাখ ২৬ হাজার একরজুড়ে জ্বলতে থাকা ক্যালডর ফায়ার ও ৭ লাখ ৩৫ হাজার একরজুড়ে জ্বলতে থাকা ডিক্সি ফায়ার রাজ্যের বেশিরভাগ অংশে ক্ষতিকর কালো ধোয়ার পরিমাণ বৃদ্ধি করছে। সাউথ লেক তাহোর আশেপাশে বায়ু দূষণের পরিমাণ বিগত কয়েকদিন বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি  রেনো শহরে দূষিত বায়ুর পরিমাণ আশংকাজনকহারে বৃদ্ধি পেয়েছে।   এলএবাংলাটাইমস/এমডব্লিউ