লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস কাউন্টির ১৪টি স্কুলে দেখা গিয়েছে করোনার প্রাদুর্ভাব

লস এঞ্জেলেস কাউন্টিতে স্কুল খুলে দেওয়ার আজ তৃতীয় সপ্তাহ। এরমধ্যেই অনেকগুলো স্কুলের করোনার প্রাদুর্ভাব দেখা গিয়েছে । লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ কর্মকর্তারা টিকার জন্য যোগ্য না এমন বাচ্চাদের মধ্যে করোনার হার বৃদ্ধি পাওয়ার ঘটনায় চিন্তিত। জনস্বাস্থ্য ডিরেক্টর বারবারা ফেরার বলেন, ‘যারা টিকা গ্রহণ করেনি, তাদের মধ্যে মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়ার হার বেশি। যারা টিকা গ্রহণ করেছেন তাদের মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা কম।‘ ফেরার আরো বলেন,  ‘এই উচ্চ সংক্রমণের সময়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যেসকল বাচ্চারা ১২ বছরের নিচে ও টিকার জন্য যোগ্য নয়, তাদের সুরক্ষা নিশ্চিত করা।‘ ফেরার সর্তকতামূলক ব্যবস্থার একটি তালিকা দিয়েছে  যার মধ্যে রয়েছে: -             দূরত্ব বজায় রাখতে না পারলে মাস্ক ব্যবহার করা -             ভিড় থেকে দূরে থাকা -             যখন সম্ভব তখনই বাইরে যেয়ে কার্যক্রম পরিচালনা করা -             সাবধানতার সাথে অপ্রয়োজনীয় কার্যক্রমগুলো মূল্যায়ন করা যা সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি করে   লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট সোমবার থেকে স্কুল ভিত্তিক করোনাভাইরাস ভ্যাকসিন ক্লিনিক চালু করবে, যা যে কোনও যোগ্য শিক্ষার্থী এবং কর্মচারীদের ক্যাম্পাসেই  টিকা গ্রহণের সুযোগ দিবে। অন্তর্বর্তীকালীন সুপারিন্টেনডেন্ট মেগান রিলি জানিয়েছেন, মোবাইল ভ্যাক্সিনেশন দলগুলি প্রথম এবং দ্বিতীয় ডোজ সরবরাহ করতে প্রতিটি এলএইউএসডি মিডল ও হাইস্কুলের  ক্যাম্পাস পরিদর্শন করবে। ১২ বছর বা তাঁর উপরের বয়সের বাচ্চারা টিকা গ্রহণ করতে পারবে। কাউন্টির জনস্বাস্থ্য বিভাগ রোববারে ২ হাজার  ২৩২টি নতুন করোনা কেস ও ৫টি মৃত্যুর ঘটনা রিপোর্ট করেছে। এ নিয়ে কাউন্টিতে মহামারী শুরুর পর থেকে ১৪ লাখ ৩ হাজার ৩৫৩টি করোনা কেস ও ২৫ হাজার ২৪৫ টি মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবারে কাউন্টির হাসপাতালগুলোতে ১ হাজার ৬৮৭জন করোনা রোগী ভর্তি ছিলো। এর মধ্যে ৪৫৩ জন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছে। শুক্রবারে ফেরার জানান যে স্কুলগুলোর পরিসংখ্যানগুলো কিছুটা চিন্তাদায়ক। তিনি জানান যে আগস্ট ১৬-২২ এর মধ্যে স্কুলগুলোতে ৩ হাজার ১৪৬টি করোনা কেস পাওয়া গিয়েছে যার মধ্যে বেশিরভাগ কেসই এলএইউএসডির ক্যাম্পাসের। আগস্ট মাসে, ১৪টি স্কুলে করোনার প্রাদুর্ভাব ঘটেছে বলে নিশ্চিত করা গিয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেকই যুব ক্রীড়ার সাথে সম্পর্কিত। তিনি জানান, গত এক সপ্তাহে দৈনিক গড় মৃত্যুর হার  ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, মৃতদের মধ্যেই টিকা নেয়নি। কাউন্টি ইতোমধ্যে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের করোনা টিকার তৃতীয় ডোজ দেয়া শুরু করেছে। এপর্যন্ত এরকম ১৫০ জনকে টিকার তৃতীয় ডোজ দেওয়া হয়েছে। ফেরার জানিয়েছে, কাউন্টির মধ্যে বসবাসরত টিকার জন্য যোগ্য এমন ব্যক্তিদের মধ্যে ৭৪ শতাংশ টিকার এক ডোজ ও ৬৪ শতাংশ ব্যক্তি টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ