লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার দাবানলে উচ্ছেদের মুখে হাজারো মানুষ

নরদার্ন ক্যালিফোর্নিয়ার লেক তাহোই এর কূল ঘেঁষে শুরু হওয়া বৃহৎ দাবানলে হাজার হাজার মানুষ অন্যত্র সরে যেতে বাধ্য হচ্ছে। এটিকে বলা হচ্ছে ক্যালডোর ফায়ার। এখন পর্যন্ত এই দাবানলে ১ লাখ ৯১ হাজার একর জমি পুড়ে গেছে ও আগুনের মাত্র ১৬ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দাবানলটি আরো দুই সপ্তাহ আগে শুরু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ৩ হাজার ৫০০ দমকল কর্মী কাজ করছে। দাবানলের কারণে স্থানীয় একটি হাসপাতাল খালি করে ফেলতে হয়। হাসপাতালের রোগীদের অন্য রিজিওনে স্থানান্তর করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত দাবানলের প্রভাবে পাঁচজন আহত হয়েছে। এছাড়া আরো ৭০০টি কাঠামো ক্ষক্তিগ্রস্ত হয়েছে বা আংশিক বিনষ্ট হয়েছে। সাউথ লেক তাহোই অঞ্চলে ২২ হাজার বাসিন্দার বাস। এটি একটি বেশ জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সোমবার (৩০ আগস্ট) এই অঞ্চল ও এর আশেপাশের সকল বাসিন্দা বাধ্যতামূলক সরে যেতে বাধ্য হয়। এর আগে গতকাল দ্য ইউএস ফরেস্ট সার্ভিস ঘোষণা দেয় যে, আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ক্যালিফোর্নিয়ার সকল ন্যাশনাল ফরেস্ট দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। দর্শনার্থীরা যেনো ন্যাশনাল ফরেস্ট ভ্রমণে যেয়ে কোনো দাবানলে আটকে না পরে কিংবা কোনো দর্শনার্থীর অসাবধানতাবশত কোনো আগুনের সূত্রপাত যেনো না হয়, তার জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ক্যালিফোর্নিয়া রাজ্যে বর্তমানে সাতটি সক্রিয় দাবানল রয়েছে৷ এর মধ্যে দ্য ক্যালডোর ফায়ার অন্যতম। আর সর্ববৃহৎ দাবানল হচ্ছে ডিক্সি ফায়ার। জুলাই থেকে শুরু হওয়া এই দাবানলে ৮ লাখ একর জমি পুড়েছে। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এটি দ্বিতীয় বৃহত্তম দাবানল। মূলত জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়া উষ্ণ এবং শুষ্ক হয়ে উঠছে। এর ফলে খুব সহজেই দাবানল ছড়িয়ে যায়। ইন্ডাস্ট্রিয়াল যুগ শুরু হওয়ার পর থেকে বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ২ ডিগ্রী বৃদ্ধি পেয়েছে। কার্বন নিঃসরণ নিয়ে পদক্ষেপ গ্রহণ না করলে এটি আরো বাড়বে। এলএবাংলাটাইমস/ওএম