লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে আগে থেকেই ছিল মিউ ও ল্যামডা ভ্যারিয়েন্টের উপস্থিতি

লস এঞ্জেলেস কাউন্টি থেকে সংগৃহীত করোনা নমুনা পর্যবেক্ষণ করে জানা গিয়েছে যে গ্রীষ্মের শুরু থেকেই ল্যামডা আর মিউ ভ্যারিয়েন্ট সংক্রমিত হচ্ছিলো। কিন্তু, কর্মকর্তা জানিয়েছে, এখনো কাউন্টিতে অধিকাংশ ব্যক্তিই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে। কাউন্টির জনস্বাস্থ্য ডিরেক্টর বারবারা ফেরার জানান, এলএ কাউন্টিতে সিকুয়েন্স করা স্ট্রেইনগুলোর সবই ডেল্টা ভ্যারিয়েন্ট। কিন্তু পুনরায় সিকুয়েসিং করা হলে দেখা যায় যে পূর্বের অনেক নমুনাতেই মিউ বা ল্যামডা ভ্যারিয়েন্ট উপস্থিত আছে। কাউন্টিতে বর্তমানে ২৩২টি মিউ ভ্যারিয়েন্টজনিত কেস পাওয়া গিয়েছে। বিগত সপ্তাহে এই সংখ্যা ছিলো ১৬৭টি। ল্যামডা ভ্যারিয়েন্টের কেস পাওয়া গিয়েছে ২৮টি। সিডিসি ল্যামডা ও মিউ ভ্যারিয়েন্টকে উদ্বেগজনক মনে না করলেও বিশ্ব-স্বাস্থ্য সংস্থা এদেরকে উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করে। বছরের শুরুতে কলোম্বিয়াতে মিউ ভ্যারিয়েন্ট ভয়াবহহারে ছড়িয়ে পড়েছিলো। এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকা কাজ করেই না বললেই চলে। কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে আমেরিকাতে এটি ছড়াতে পারেনি। জুলাই মাসের শুরুর দিকে ল্যামডা ভ্যারিয়েন্ট বিশ্বজুড়ে আতঙ্কের সৃষ্টি করলেও এটি বর্তমানে নিষ্ক্রিয় অবস্থায় আছে। জনস্বাস্থ্য কর্মকর্তারা জানান যে  যে এলএ কাউন্টির টিকা গ্রহণের হার না বাড়লে নতুন ও আর বিপজ্জনক স্ট্রেইনের আবির্ভাব ঘটতে পারে। সেপ্টেম্বরের ৫ তারিখ পর্যন্ত,  কাউন্টির ৬৬ শতাংশ বাসিন্দা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছে বলে জানা গিয়েছে। ফেরার বলেন, ‘টিকা-গ্রহণের হার বৃদ্ধির ক্ষেত্রে আমাদের অগ্রগতি খুব ধীর গতিতে এগোচ্ছে। প্রতি কয়েক মাস অন্তর এই উত্থানের চক্র এড়াতে হলে টিকা-গ্রহণের হার আরো দ্রুতগতিতে বৃদ্ধি করতে হবে।‘ শুক্রবারে কাউন্টি ২০০০ নতুন করোনা রোগী ও ৫০টি মৃত্যুর খবর রিপোর্ট করে। . সিডিসি দ্বারা নির্ধারিত সীমা অনুসারে, কাউন্টির ভাইরাস সংক্রমণ এখনো উচ্চ স্তরে আছে। কিন্তু, প্রতি ১ লাখ বাসিন্দার মধ্যে ১০৪ জন করোনা আক্রান্ত হওয়ায় কেস রেট বিগত সপ্তাহ থেকে ৩৫ শতাংশ ও আগস্ট মাস থেকে ৫০ শতাংশ হ্রাস পেয়েছে।  ফেরার বলেন, ‘এটি প্রমাণ করে যে, বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের ও টিকা-গ্রহণের আদেশ আসলেই কার্যকরী।‘ ফেরার জানান, জনসমাগম বৃদ্ধি পেলে করোনার হার আবারো বৃদ্ধি পেতে পারে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ