লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস কাউন্টি জুড়ে খোলা হয়েছে ২৫৩টি ভোটকেন্দ্র

মঙ্গলবারের (১৪ সেপ্টেম্বর) রিকল নির্বাচনকে লক্ষ্য রেখে লস এঞ্জেলেস কাউন্টিতে খোলা হচ্ছে একাধিক ভোটকেন্দ্র। কাউন্টিতে খোলা হয়েছে ২৫৩টি ভোটকেন্দ্র যার মাধ্যমে বাসিন্দারা অতি সহজেই নিজেদের ভোট দিতে পারবেন। ভোটকেন্দ্রগুলো সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ইনি-পারসন ভোটিং এর জন্য খোলা থাকবে। উক্ত সময়ের মাঝে আপনি ডাকযোগে নিজের ভোট পাঠাতে পারবেন। নির্বাচনের দিন ভোটকেন্দ্রগুলো সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। লস এঞ্জেলেস কাউন্টির কাউন্টি ক্লার্ক ডিন লোগান জানান যে সকল ভোটিংকেন্দ্রে স্বাস্থ্যবিধি মানা হবে। রেজিস্টারকৃত ভোটাররা ডাকযোগে একটি ভোট-বাই-মেইল ব্যালট পাবেন। তাঁরা চাইলে সেটা ডাকযোগে ফেরত পাঠাতে পারবেন বা ৪০০টি ড্রপ বক্সের মধ্যে একটিতে জমা দিতে পারবেন। ভোটকেন্দ্র খুঁজে পেতে, জমা দিতে, ড্রপ বক্স খুঁজে বা অবস্থা জানতে lavote.net ভিজিট করুন। আপনি যদি আপনার ভোট এখনও ডাকযোগে না পাঠিয়ে থাকেন, তাহলে ১৪ সেপ্টেম্বরের তা জমা দিন। নির্বাচনের ৭ দিন পর পর্যন্ত ইলেকশন অফিস তা গ্রহণ করবে। যদি গর্ভনর নিউসম রিকল নির্বাচনে জিতেন, তাহলে তিনি ২০২২ সাল পর্যন্ত তাঁর কাজ চালিয়ে যেতে পারবেন। এলএবাংলাটাইমস/এমডব্লিউ