লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় দাবানল: পুড়ে যাওয়ার শঙ্কায় বিশ্বের সবচেয়ে বড় গাছ

ক্যালিফোর্নিয়ার বিশ্ববিখ্যাত সিকোইয়া ন্যাশনাল পার্কে শুরু হয়েছে ভয়াবহ দাবানল। এর ফলে হাজার বছরের পুরানো গাছগুলো পুড়ে যাওয়ার শঙ্কায় রয়েছে। দমকলকর্মীরা দাবানলের আগুন থেকে পুরানো এসব গাছগুলো রক্ষা করতে ফায়ার-র‍্যাসিন্টেন্ট কম্বল দিয়ে মুড়িয়ে দিয়েছে। রাজ্য কর্মকর্তারা আশঙ্কা করছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিশ্বের বেশকিছু বৃহৎ গাছের জন্য বিখ্যাত জায়ান্ট ফরেস্টে আগুন ছড়িয়ে যেতে পারে। এই বনটিতে প্রায় ২ হাজার বৃহৎ উদ্ভিদ রয়েছে। এই বনে ২৭৫ ফুট লম্বা এবং ২ হাজার ৫০০ বছর পুরানো গাছ জেনারেল শেরমান রয়েছে। এটি পৃথিবীর সবচেয়ে বড় গাছ হিসেবে খ্যাত৷ সিকোইয়া ন্যাশনাল ফরেস্টে শুরু হওয়া দাবানলটিকে বলা হচ্ছে দ্য কলোনি অ্যান্ড প্যারাডাইজ ফায়ার। এটি এক সপ্তাহ যাবত বড় হচ্ছে। এই দাবানলটি নিয়ন্ত্রণে আনতে ৩৫০ জন দমকলকর্মী হেলিকপ্টার এবং ওয়াটার ড্রপিং প্লেন দিয়ে অনবরত কাজ করে যাচ্ছে। আগুন থেকে জেনারেল শেরমানসহ অন্যান্য গাছগুলো রক্ষা করতে সেগুলোকে অ্যালুমিনিয়াম ফয়েল সমেত মুড়িয়ে দেওয়া হয়েছে। সিকোইয়া এবং কিংস ক্যানিয়ন ন্যাশনাল পার্কের মুখপাত্র রেবেকা পেটারসন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'এটি অনেক মানুষের জন্যই খুব গুরুত্বপূর্ণ স্থান৷ তাই এই পার্ক রক্ষার্থে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে কর্মীরা'৷ আয়তনের দিক দিয়ে দ্য জেনারেল শেরমান বিশ্বের সবচেয়ে বড় উদ্ভিদ। এর বয়স ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৭০০ আনুমানিক। বিশেষজ্ঞরা বলেছেন, সেকোইয়া গাছগুলো এমনিতে ফায়ার-র‍্যাসিস্ট্যান্ট এবং শিখা থেকে রক্ষা করার মতো এদের গঠন। সিয়েরা নেভাদায় বজ্রপাত থেকে মূলত এই প্যারাডাইজ অ্যান্ড কলোনি ফায়ারের সূত্রপাত। ক্যালিফোর্নিয়া শুরু হওয়া দাবানলগুলোর মধ্যে এটিই সদ্য। এই বছর দাবানলে ৭ হাজার ৪০০ জীববৈচিত্র্য পুড়ে গেছে এবং ২ দশমিক ২ মিলিয়ন একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।   এলএবাংলাটাইমস/ওএম