লস এঞ্জেলেস

আফগান শরনার্থীদের কাজে নিয়োগ দেবে অ্যামাজন, চোবানিসহ ৩১টি বৃহৎ প্রতিষ্ঠান

অ্যামাজন, চোবানি, ইউপিএসসহ আরো ৩০টি বৃহৎ প্রতিষ্ঠান আফগানিস্তান থেকে আগত শরনার্থীদের কাজে নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে প্রতিজ্ঞা করেছে। প্রতিষ্ঠানগুলো মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানায়, আফগানিস্তান থেকে আগত হাজার হাজার শরনার্থী যারা আমেরিকায় এসেছেন, অর্থনীতিতে তারা যেন ভূমিকা রাখতে পারে সেই প্রচেষ্টা করা হবে। প্রায় ৩৭ হাজার আফগানির একটি দল রাজ্যগুলোতে এই মাসে এসেছে। ৩৩টি প্রতিষ্ঠান জানায়, তারা টেন্ট কোয়ালিশন ফর আফগান রিফিউজিস নামে একটি সংগঠনে যুক্ত হয়েছে৷ বিখ্যাত দুগ্ধজাত পণ্য ও খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান চোবানির ফাউণ্ডার ও সিইও হামদি উলুকায়া এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। উলুকায়া এক বিবৃতিতে বলেন, 'যেই মুহুর্তে একজন শরনার্থী কাজ শুরু করে, সেই মুহুর্ত থেকে সে ব্যক্তি আর শরনার্থী থাকেন না। এটি সেই মুহুর্ত যখন তারা নিজেদের সাবলম্বী ভাবতে পারে। নতুন বন্ধু বানাতে পারে এবং নতুনভাবে জীবনযাপন শুরু করতে পারে'। প্যাকেজ ডেলিভারি প্রতিষ্ঠাব ইউপিএস জানিয়েছে, আফগান শরনার্থীদের সঠিক কাজে লাগাতে তারা পদক্ষেপ নিতে শুরু করেছে। অনলাইন শপিং জায়ান্ট অ্যামাজন জানায়, প্রতিষ্ঠানটি শরনার্থীদের ওয়্যারহাউজ বা ট্রান্সপোর্টেশব হাবে কাজ দেওয়া শুরু করবে। সেই সাথে যোগ্যতা অনুসারে টেক রোল কিংবা কর্পোরেট খাতেও নিয়োগ দিবে৷ এছাড়া ট্রেনিং ও শিক্ষা যেমন কলেজ টিউশন অথবা ইংরেজি ভাষা শেখার জন্য অর্থ প্রদান করবে। এলএবাংলাটাইমস/ওএম