লস এঞ্জেলেস

যুক্তরাষ্ট্রে ইস্যু হলো প্রথম লিঙ্গ নিরপেক্ষ পাসপোর্ট

প্রথমবারে মতো লিঙ্গ নিরপেক্ষ পাসপোর্ট ইস্যু করেছে যুক্তরাষ্ট্র। সেখানে 'জেন্ডার' অপশনের স্থানে 'X' উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, উক্ত পাসপোর্টধারী ব্যক্তি পুরুষ কিংবা নারী হিসেবে নিজেকে চিহ্নিত করছেন না। লিঙ্গ নিরপেক্ষ পাসপোর্টধারী ব্যক্তির নাম ডানা জিম। উনার বয়স ৬৬ ও উনি একজন ইন্টারসেক্স এক্টিভিস্ট৷ ২০১৫ সালে লিঙ্গ চিহ্নিতের বিষয় নিয়ে তিনি স্টেট ডিপার্টমেন্টের বিরুদ্ধে মামলা করেন। ইউএস নেভি ভেটেরিয়ান ডানা বলেন, এটি আমার জন্য একটি স্মরণীয় মুহুর্ত। নতুন পাসপোর্ট পাওয়া খুবই উত্তেজনাকর আমার কাছে৷ আমি নিজেকে এই হিসেবেই চিহ্নিত করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। ডানা জিম নিজেকে নন-বাইনারি হিসেবে চিহ্নিত করেছেন। এর আগে আবেদনপত্রে পুরুষ কিংবা নারী হিসেবে নিজেকে চিহ্নিত না করায় পাসপোর্ট থেকে বঞ্চিত হোন তিনি। তিনি বলেন, 'নতুন পাসপোর্ট পাওয়ার আগে আমার মনে হচ্ছিলো আমি জেলে বন্দি আছি'। গত জুনে সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিংকেন X মার্কারদের জন্য পাসপোর্টে নতুন অপশনটি রাখার ঘোষণা দেন। ইতোমধ্যে দশটির বেশি দেশ যেমন কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া তাদের পাসপোর্টে তৃতীয় এই অপশনটি রেখেছে। এলএবাংলাটাইমস/ওএম