লস এঞ্জেলেস

স্কুলের সামনে গাড়ির ধাক্কায় আহত ৩ শিশু

অরেঞ্জ কাউন্টির সান্তা আনা এলিমেন্টারি স্কুলের সামনে গাড়ির ধাক্কায় ৩ শিশু আহত হয়েছে। সোমবার (২৩ মে) এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ চালককে আটক করে গাড়িতে তল্লাশী চালিয়ে একটি অগ্নিসংযোগকারী যন্ত্র উদ্ধার করেছে।    সান্তা আনা পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, সকাল ৮টা ৩০ মিনিটের দিকে একটি গাড়ি ট্যাফট এলিমেন্টারি স্কুলের কাছ ঘেঁষে এসে ৩ শিশুকে ধাক্কা দেয়। এরপরেই তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক। সার্জেন্ট মারিয়া লোপেজ জানান, আটকের সময় গাড়ির চালক ছুরিকাঘাতে আহত ছিল, তবে ধারণা করা হচ্ছে সে নিজের আঘাতেই আহত হয়েছেন।   পুলিশ জানায়, আরও তল্লাশী চালিয়ে গাড়ির ভিতর থেকে একটি সন্দেহজনক অগ্নিসংযোগকারী ডিভাইস উদ্ধার করা হয়। পরে অরেঞ্জ কাউন্টি বোমা নিস্ক্রিয়কারী দল এসে তল্লাশী চালিয়ে আরও তিনটি অনুরূপ যন্ত্র উদ্ধার করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।   সান্তা আনা পুলিশ জানায়, শিশুদের ধাক্কা দেওয়ার আগে চালক লুকিয়ে ট্যাফট এলিমেন্টারি স্কুল অতিক্রম করে ও ক্যাম্পাস থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীদের একজন জানান, ‘হঠাৎ দেখলাম গাড়ির ধাক্কায় কয়েকটি শিশু নিস্ক্রিয়ভাবে রাস্তায় পড়ে গেলো। আমরা আতঙ্কিত অবস্থায় এগিয়ে যাওয়ার সময় দেখি গাড়ি থেকে ছুরি হাতে এক ব্যক্তি এগিয়ে আসছে। এরপরেই আমরা পুলিশে ফোন দিই। এরপর ওই ব্যক্তি ঘুরে আবার গাড়িতে উঠে যায়’। এলএবাংলাটাইমস/ওএম