লস এঞ্জেলেস

ঝড়ের প্রভাবে শীঘ্রই শুরু হচ্ছে বৃষ্টি ও তুষারপাত

রবিবার (৬ জানুয়ারি) থেকে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে যাচ্ছে আরেকটি শীতকালীন ঝড়। ঝড়ের প্রভাবে এই অঞ্চলের কিছু অংশে ভারি বৃষ্টিপাত ঝরবে। রবিবার বিকাল অথবা রাতের পর থেকে এই অ্যাটমোসফেরিক রিভার উত্তর দিকে বয়ে যাবে। সোমবার এবং মঙ্গলবার দুইদিনই ভারি বৃষ্টিপাত বয়ে যাবে। লস এঞ্জেলেস কাউন্টিতে ১ ইঞ্চি বা এর বেশি পরিমাণ বৃষ্টিপাত হবে। ভ্যালি অঞ্চলে বৃষ্টিপাত ঝরবে ৩ ইঞ্চি পরিমাণ। টাইমলাইন: সোমবার সকাল ৫টা থেকে ভেনচুরা কাউন্টির কিছু অংশে বৃষ্টি শুরু হবে। সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ঝড়ের গতিবেগ বদলে এই অঞ্চলে বৃষ্টি হবে। সোমবার দুপুরে লস এঞ্জেলেস কাউন্টিতে বৃষ্টি শুরু হবে। সোমবার বিকাল ৬টায় সাউদার্ন ক্যালিফোর্নিয়ার নরদার্ন অঞ্চলে আরও বৃষ্টিপাত হবে। মঙ্গলবার ভোর ৪টায় সোক্যালজুড়ে বেশ ভারি বৃষ্টিপাত হবে। মঙ্গলবার সকাল ১১টা থেকে আবারও বৃষ্টি হবে এবং বুধবার নাগাদ এর প্রভাব ধীরে ধীরে কমবে। তবে রবিবারের শুরুতে লস এঞ্জেলেস এবং অরেঞ্জ কাউন্টিতে ৬৩ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রা থাকবে। আকাশ মেঘাচ্ছন্ন হবে ও বিদ্যুৎ চমকাবে। সেই সাথে বৃষ্টিপাত শুরু হয়ে মঙ্গলবার সেটি তীব্র আকার ধারণ করবে ও বিদ্যুৎ চমকাবে। রবিবার উপত্যকা অঞ্চল থাকবে শীতল ও মেঘাচ্ছন্ন, ঝড়ো বাতাস বইবে, তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৬৩ ডিগ্রী ফারেনহাইট। সৈকতেও বৃষ্টি ঝরবে, তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৬৩ ডিগ্রী , ঢেউ বয়ে যাবে ৫ থেকে ৮ ফুট পর্যন্ত। পাহাড়ি এলাকা মেঘাচ্ছন্ন থাকবে ও ঝড়ো বাতাস বয়ে যাবে। তাপমাত্রা সর্বোচ্চ থাকবে ৪৬ ডিগ্রী, রাতে কমে হবে ২২ ডিগ্রী। মঙ্গলবার তুষার লেভেল ৬ হাজার ৫০০ ফিটে পৌঁছাবে। মরু অঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ হবে ৫৮ ডিগ্রী ফারেনহাইট, সেই সাথে ঝরবে বৃষ্টিপাত। এলএবাংলাটাইমস/ওএম