লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে 'আচমকা বন্যা'র শঙ্কা, সতর্কতা জারি

লস এঞ্জেলেস ও ভেনচুরা কাউন্টিতে বন্যা সতর্কতা জারি করেছে দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস ইন লস এঞ্জেলেস। মধ্যরাত পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে। এই অঞ্চলে ইতোমধ্যে ১ থেকে ২ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত ঝরেছে। এছাড়া আরও ১ থেকে ২ ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত ঝরতে পারে বলে সতর্ক করা হয়েছে। খুব শীঘ্রই এটি বন্যা পরিস্থিতিতে রূপ নিতে পারে। বন্যায় শহরাঞ্চল, হাইওয়ে, সড়ক, আন্ডারপাসসহ অন্যান্য অঞ্চল ডুবে যেতে পারে। এছাড়া একটু নিচু ভূমি ও দূর্বল ড্রেন সিস্টেমযুক্ত এলাকাও তলিয়ে যেতে পারে। লস এঞ্জেলেসসহ অ্যাক্টন, মাউন্ট উইলসন, গ্লেনডোরা, পাসাডিনা, সান দিমাস, ডুয়ার্টি, পোমোনা, লা ভার্ন, এঞ্জেলেস ক্রেস্ট হাইওয়ে, মনরোভিয়া, ফলিং স্প্রিংস, সিয়েরা মাদ্রে, আসুজা, আর্কাডিয়া, কোভিনা এবং ইরউইনডেলে বন্যা হতে পারে। এলএবাংলাটাইমস/ওএম