লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে প্রভাব বিস্তার করছে করোনার নতুন স্ট্রেইন

লস এঞ্জেলেস কাউন্টিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে করোনার নতুন এক স্ট্রেইন প্রভাব বিস্তার করতে শুরু করেছে বলে জানায় কর্তৃপক্ষ। স্বাস্থ্য কর্মকর্তারা এই স্ট্রেইনটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। নতুন এই স্ট্রেইনের নাম হচ্ছে XBB.1.5। ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ জানিয়েছে, জানুয়ারি ২১ পর্যন্ত মোট আক্রান্তের ৩৩ শতাংশের জন্য নতুন এই স্ট্রেইন দায়ী। এই স্ট্রেইনের বিস্তার এর দ্রুততা BQ.1.1 স্ট্রেইনকে ছাড়িয়ে গেছে। এক বিবৃতিতে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট জানিয়েছে, লস এঞ্জেলেস কাউন্টিতে করোনা আক্রান্ত ও হাসপাতালে ভর্তির হার পূর্ববর্তী সপ্তাহগুলোর মতোই স্থিতিশীল রয়েছে। নতুন XBB.1.5 স্ট্রেইনের ফলে সংক্রমণ বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে XBB.1.5 স্ট্রেইন যেসব অঞ্চলে প্রভাব বিস্তার করেছে সেখানেও করোনায় মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়েনি বলে জানিয়েছে হেলথ ডিপার্টমেন্ট। লস এঞ্জেলেসে এখনো করোনা সংক্রমণের হার 'নিম্নস্তরে' আছে। প্রতি ১ লাখে আক্রান্তের হার দাঁড়িয়েছে ৬৯ জনে। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সর্বশেষ ৭ দিনে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা প্রতি লাখে ৭ জন। শুক্রবার (১০ জানুয়ারি) ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ জানায়, করোনায় আক্রান্ত হয়ে নতুন করে ২২ জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ৪৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে ৬৮৯ জন। হেলথ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, নতুন ডমিনেন্ট এই স্ট্রেইনের কারণে সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে যাদের সংক্রমণের ঝুঁকি বেশি তাদের বুস্টার ডোজসহ অন্যান্য সুরক্ষা উপায় মেনে চলা উচিত। এছাড়া ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও করোনা স্বাস্থ্যবিধি অনুসরণ করা উচিত। এলএবাংলাটাইমস/ওএম