লস এঞ্জেলেস

৫৫ বগিসহ মোজাভে ডেজার্টে লাইনচ্যুত ট্রেন

মোজাভে ডেজার্টে সোমবার (২৭ মার্চ) রাতে ৫৫ টি বগীসহ লাইনচ্যুত হয়েছে একটি ট্রেন। ট্রেনটিতে লোহা বানানোর জন্য দরকারি তরল কাঁচামাল ছিল। স্যান বার্নার্ডিনো কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ট্রেন লাইনচ্যুত হয়ে তেল গড়িয়ে পড়েছে তবে অন্য কোনো রকমের দূষিত রাসায়নিক ছড়ায়নি। এছাড়া ট্রেনটিতে কোনো যাত্রীও ছিল না। কর্তৃপক্ষ জানায়, কেলসোর ঘোস্ট টাউনের কাছে কেলসো সিমা অ্যান্ড কেলবাকের রোডের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনটির নাম সাউথবাউন্ড ইউনিয়ন প্যাসিফিক কার্গো। এটি ৫৫টি রেইলকার্স এবং দুইটি লোকোমোটিভস নিয়ে যাত্রা শুরু করে। গাড়িতে লোহা বানানোর জন্য কাঁচামাল ছিল যা আইরন অর নাম পরিচিত। তবে ট্রেন লাইনচ্যুত হয়ে কেউ হতাহত হয়নি। কর্তৃপক্ষ এর বেশি কিছু জানায়নি। তবে জানা যায়, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার আগ মুহুর্তে এর ক্রু ট্রেন থেকে লাফিয়ে নেমে যায়। ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। এলএবাংলাটাইমস/ওএম