লস এঞ্জেলেস

শ্যাটু রিক্রিয়েশন সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে একুশে উদযাপন

মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় জীবন উৎসর্গকারী জাতি হচ্ছে বাংলাদেশীরা। পৃথিবীর ইতিহাসে এ এক বিরল ইতিহাস। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সেই কালো অধ্যায় রচিত হয়েছিল। তাই প্রতি বছর এই দিনটি আন্তর্জাতিকভাবে আমাদের ভাষা শহীদদের স্মরণ করে বিশ্ববাসী। তেমনি এই দিনে দেশে বিদেশে ছড়িয়ে থাকা বাংলাদেশীদের রক্তে জেগে উঠে নতুন চেতনার। তাই সবাই নিজ নিজ অবস্থান থেকে ২১শে ফেব্রুয়ারি উদযাপন করে থাকেন। বিশ্বের বিভিন্ন স্থানের মতো লস এঞ্জেলেসে এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। বেশ কয়েকটি সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে গত ২০ ফেব্রুয়ারি বিকেল থেকে রাত পর্যন্ত শ্যাটু রিক্রিয়েশন সেন্টারে এই অনুষ্ঠানমালা সম্পন্ন হয়।





আয়োজনের মধ্যে ছিল শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, শহীদদের প্রতি শ্রদ্ধানিবেদন, কবিতা আবৃত্তি, প্রবাসী শিল্পী ও শিশুশিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।





অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এরপর প্রবাসী শিল্পীরা সবাইকে নিয়ে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন।





অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জহির উদ্দিন আহমদ পান্না। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাহেদুল মাহমুদ জামী, কাজী রহমান, মোফাজ্জল হোসেন ঢালী, ওমর হালদার, ইশতিয়াক চিসতি, এনামুল হক এমরান ও কামরুল হাসান জামান প্রমুখ।




অনুষ্ঠান উপস্থাপনা করেন মিঠুন চৌধুরী। পুষ্প অর্পনের সময় ধারা বণনায় ছিলেন সিদ্দিকুর রহমান সিদ্দিক। উদ্যোক্তাদের মধ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন কামরুল হাসান জামান তৌফিক সোলেমান খান তুহিন, সিদ্দিকুর রহমান ও জামাল হোসেন।