দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃহস্পতিবার থেকে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা ও শক্তিশালী সান্তা আনা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহান্তে একটি ঝড় আসার কারণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, উপত্যকা অঞ্চলে তাপমাত্রা ৮০-এর ঘরে পৌঁছাতে পারে এবং কিছু এলাকায় ৯০-এর কাছাকাছি যেতে পারে। লস অ্যাঞ্জেলেস ও ভেনচুরা কাউন্টির উপকূলীয় এলাকাগুলোর জন্য নিম্ন থেকে মাঝারি ৮০-এর ঘরে তাপমাত্রা পূর্বাভাস করা হয়েছে। সান্তা আনা বাতাসও বৃহস্পতিবার থেকে প্রবল হতে পারে, বিশেষ করে পার্বত্য অঞ্চলে ৩০ থেকে ৫০ মাইল প্রতি ঘণ্টা গতির দমকা হাওয়া বইতে পারে। তবে সাম্প্রতিক বৃষ্টির কারণে আগুন লাগার ঝুঁকি কম রয়েছে। শুক্রবার থেকে বড় ধরনের তাপমাত্রার পতন ও মেঘলা আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। কেটিএলএ’র আবহাওয়াবিদ কার্ক হকিন্স বলেন, "এই গরম আবহাওয়ার শেষ দিন, কারণ পূর্বাভাসে বড় পরিবর্তন আসছে।"
শুক্রবার রাত থেকে একটিস ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবেশ করবে, যা সাপ্তাহিক ছুটির দিনে ও আগামী সপ্তাহের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটাতে পারে। রবিবার বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মোটামুটি এক-তৃতীয়াংশ ইঞ্চি বা তার কম বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।
এলএবাংলাটাইমস/এজেড