রিভারসাইড কাউন্টির শেরিফ ও গভর্নর প্রার্থী চ্যাড বিয়ানকো দাবি করেছেন, নতুন একটি বিল অপরাধীদের বিরুদ্ধে আত্মরক্ষাকে অবৈধ করে দেবে। সম্প্রতি ক্যালিফোর্নিয়া স্টেট অ্যাসেম্বলিতে AB 1333 বিলটি উত্থাপন করেছেন সান্তা মনিকার অ্যাসেম্বলি সদস্য রিক জবর।
ক্যালিফোর্নিয়া লেজিসলেটিভ ইনফরমেশন ওয়েবসাইট অনুসারে, এই বিলটি এমন কিছু পরিস্থিতি বাতিল করতে চায় যেখানে বাড়ি বা সম্পত্তি রক্ষার জন্য আত্মরক্ষা হিসেবে হত্যাকে ন্যায্য হিসেবে গণ্য করা হয়।
বিলটিতে আরও বলা হয়েছে, "যেসব ক্ষেত্রে প্রয়োজনের চেয়ে বেশি বলপ্রয়োগ করা হয়, সেসব ক্ষেত্রে হত্যা আর ন্যায্য হিসেবে বিবেচিত হবে না।"
এক বিবৃতিতে শেরিফ বিয়ানকো বলেন, "সাকারামেন্টোর ডেমোক্র্যাটরা গত ১৫ বছর ধরে আইন প্রয়োগকারী সংস্থার হাত বাঁধছে এবং অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে। এবার তারা সাধারণ নাগরিকদের আত্মরক্ষার অধিকারও কেড়ে নিতে চাচ্ছে।"
তিনি আরও বলেন, "এই বিল নাগরিকদের আত্মরক্ষার সুযোগ কেড়ে নেবে, অথচ তারা আগেও বারবার মুক্তিপ্রাপ্ত অপরাধীদের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে বাধ্য হয়েছে।"বিলটির প্রসঙ্গে অ্যাসেম্বলি সদস্য রিক জবর তার X পোস্টে লিখেছেন "AB 1333-এর উদ্দেশ্য কখনোই কোনো অপরাধের শিকার হওয়া ব্যক্তির আত্মরক্ষার অধিকার হরণ করা নয়। বরং এর লক্ষ্য হলো কাইল রিটেনহাউসের মতো তথাকথিত ‘প্রহরীদের’ প্রতিরোধ করা, যারা সহিংসতা উসকে দিয়ে পরে আত্মরক্ষার দাবি করে।" তিনি আরও বলেন, "বিলটি সংশোধন করা হবে যাতে এটি সম্পূর্ণ স্পষ্ট হয়।"
উল্লেখ্য, কাইল রিটেনহাউস ২০০৩ সালে উইসকনসিনের কেনোশায় এক পুলিশবিরোধী বিক্ষোভের সময় তিনজনকে গুলি করে হত্যা করেন। পরে তিনি আত্মরক্ষার যুক্তি দেখিয়ে মামলা থেকে খালাস পান।
রিটেনহাউস এই বিলের বিরোধিতা করে বলেছেন, আমি এই বিলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে মুখিয়ে আছি।
এলএবাংলাটাইমস/এজেড