দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভেনচুরা এবং লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে বড় মাপের অবৈধ গাঁজা উৎপাদন চালানোর অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রেন্ট কেনেডি (৩৪), সিমি ভ্যালি, জেসন ঝিকারেভ (৩৪), সিমি ভ্যালি, জ্যাক বার্টন (৩৮), সান্তা ক্লারিটা এবং রিস ক্লার্ক (৫৪), অ্যাকটন
ভেনচুরা কাউন্টি শেরিফের অফিসের গোয়েন্দারা ২০২৪ সালের নভেম্বর মাসে একাধিক বাড়িতে পরিচালিত গাঁজা চাষের একটি চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেন। এসব বাড়ি সিমি ভ্যালি, লস অ্যাঞ্জেলেস, সান্তা ক্লারিটা এবং অ্যাকটনে অবস্থিত।
চলতি বছরের ২০ ফেব্রুয়ারি, তদন্তকারীরা সন্দেহভাজনদের বাড়িসহ চক্রের সঙ্গে যুক্ত আরও দুটি বাসভবনে তল্লাশি চালান।
তল্লাশি চালিয়ে প্রতিটি স্থানে বিপুল পরিমাণ গাঁজা গাছ পাওয়া যায়। চাষের জন্য ঘরগুলোর ভেতরে নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি করা হয়েছিল, যেখানে জটিল টাইমিং, আলোকসজ্জা, সেচ ও সার দেওয়ার অত্যাধুনিক ব্যবস্থা ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তল্লাশির সময় মোট যা উদ্ধার করা হয়:
১,৭০০টির বেশি গাঁজার গাছ
৪৫ পাউন্ডের বেশি প্রসেস করা গাঁজা
২৬টি আগ্নেয়াস্ত্র
৭ আউন্স কেন্দ্রীভূত ক্যানাবিস
৩০০টির বেশি আফিমজাতীয় ট্যাবলেট
৬ পাউন্ড সাইলোসাইবিন মাশরুম
বিপুল পরিমাণ নগদ অর্থ, যা অবৈধ মাদকের লেনদেন থেকে প্রাপ্ত বলে ধারণা করা হচ্ছে
চারজনকেই মাদক সংক্রান্ত, চাষাবাদ, ষড়যন্ত্র এবং অস্ত্র সংক্রান্ত বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ব্রেন্ট কেনেডি ২০,০০০ ডলারের জামিনে মুক্তি পান, আর ক্লার্ক, ঝিকারেভ ও বার্টন ৫০,০০০ ডলারের জামিনে মুক্তি পান।
আগামী ৬ মার্চ আদালতে তাদের শুনানি হওয়ার কথা রয়েছে। তবে মামলাটি এখনও তদন্তাধীন থাকায় এ বিষয়ে আরও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম