পরিবারের সদস্য এবং পুলিশ চার দিন ধরে নিখোঁজ এক কিশোরকে খুঁজে পেতে জনসাধারণের সহায়তা চেয়েছে।
লস এঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে যে নিখোঁজ কিশোরের নাম মোহাম্মদ তাহির (১৬)।
পুলিশের তথ্য অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে তাহিরকে সর্বশেষ দক্ষিণ ভারমন্ট এভিনিউয়ের ১৫৮০০ নম্বর ব্লকে হাঁটতে দেখা গিয়েছিল।
এলএপিডি জানিয়েছে, তাহির মধ্যপ্রাচ্যীয় বংশোদ্ভূত এবং তার উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি, ওজন ১৩০ পাউন্ড, চুল কালো এবং চোখ বাদামী। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল একটি নীল সোয়েটার, নেভি ব্লু ড্রেস প্যান্ট এবং কালো জুতা।
তাহিরের পরিবারের সদস্যরা তার সুস্থতা নিয়ে উদ্বিগ্ন, কারণ পুলিশ জানিয়েছে যে সে কিছু চিকিৎসাগত সমস্যায় ভুগছে।
যদি কেউ তাহিরকে দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য থাকে, তবে তাদেরকে এলএপিডি'র সাউথইস্ট ডিভিশনের গোয়েন্দা পাতসেনহ্যানকে ২১৩-৯৭২-৭৮৪৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে অথবা ৯১১ নম্বরে ফোন করতে বলা হয়েছে।
অফিসের বাইরে বা সপ্তাহান্তে, ১-৮৭৭-এলএপিডি-২৪-৭ (১-৮৭৭-৫২৭-৩২৪৭) নম্বরে কল করা যাবে।
নাম গোপন রেখে তথ্য দিতে চাইলে, এলএ রিজিওনাল ক্রাইম স্টপার্সের ১-৮০০-২২২-টিপস (৮০০-২২২-৮৪৭৭) নম্বরে কল করা যেতে পারে অথবা সরাসরি www.lacrimestoppers.org ওয়েবসাইটে তথ্য জমা দেওয়া যাবে।
এলএবাংলাটাইমস/ওএম