লস এঞ্জেলেস

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপমাত্রার বড় পতন, অস্কারে বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গরম আবহাওয়ার বিদায় ঘণ্টা বাজছে। সপ্তাহান্তে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় আবহাওয়া ঠান্ডা হতে চলেছে। জাতীয় আবহাওয়া দফতরের (NWS) পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে আগামী সপ্তাহজুড়ে একাধিক ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপর দিয়ে বয়ে যাবে। বিশেষ করে, রোববার অস্কার অনুষ্ঠানের দিন হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তী বুধবার ও বৃহস্পতিবার আরও শক্তিশালী ঝড় আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে, রোববার অস্কার অনুষ্ঠানের দিন ৬০% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস: লস অ্যাঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টি: শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ৬২ ডিগ্রি ফারেনহাইট থাকার সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা সামান্য হলেও, রোববার এটি বেড়ে ৬০% পর্যন্ত হতে পারে। ভ্যালি ও ইনল্যান্ড এম্পায়ার: শনিবার ৬২ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা থাকবে। বৃষ্টির সম্ভাবনা মাত্র ১০% হলেও, রোববার এটি ৬০% পর্যন্ত বাড়তে পারে। সৈকত এলাকা: শনিবার সকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তবে দুপুরের পর সূর্যের দেখা মিলবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৬১ ডিগ্রি ফারেনহাইট। পর্বতমালা: শনিবার দিনের বেলা ৫২ ডিগ্রি ও রাতের তাপমাত্রা ৩০ ডিগ্রি ফারেনহাইটে নেমে আসবে। রোববার ৫,৫০০ ফুট উচ্চতায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। মরুভূমি অঞ্চল: শনিবার আংশিক রোদ থাকবে, তাপমাত্রা ৭২ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে।     এলএবাংলাটাইমস/ওএম