লস এঞ্জেলেস

মোটেলে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে এক ব্যক্তি দোষী সাব্যস্ত

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার থাউজেন্ড ওকসে এক নারীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে ক্যালেব ডিন ডেবিনিয়ন (৩৬) নামে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে আদালত। ভেন্টুরা কাউন্টি জেলা অ্যাটর্নি অফিস জানিয়েছে, গত ২১ ফেব্রুয়ারি এক জুরি বোর্ড তাকে এই অপরাধের জন্য দোষী ঘোষণা করে। ডেবিনিয়ন আগে থেকেই একজন নিবন্ধিত যৌন অপরাধী ছিলেন। ভুক্তভোগী নারী তখন ৩০ বছর বয়সী এবং গৃহহীন ছিলেন। ডেবিনিয়ন এর আগে কয়েকবার তার এবং তার মায়ের সঙ্গে দেখা করেছিলেন। ২০২৩ সালের ২৪ মে, তিনি তাদের মোটেল রুম ব্যবহারের প্রস্তাব দেন, যাতে তারা গোসল ও সতেজ হতে পারেন। তবে, ওই দুই নারী স্পষ্ট জানিয়ে দেন যে, তারা এর বিনিময়ে কিছু দেবেন না। ভুক্তভোগী প্রথমে মোটেল কক্ষে প্রবেশ করে গোসল করতে যান। এ সময় ডেবিনিয়ন সম্পূর্ণ নগ্ন হয়ে বাথরুমে ঢুকে পড়েন এবং তাকে যৌন নিপীড়ন করেন। গোসল শেষে বের হওয়ার পরও তিনি ওই নারীর অনিচ্ছা সত্ত্বেও তাকে ধর্ষণ ও যৌন নির্যাতন চালিয়ে যান এবং পরে তাকে আবার গোসল করতে বাধ্য করেন। পরে সুযোগ বুঝে ওই নারী কক্ষ থেকে পালিয়ে যান এবং পুলিশকে খবর দেন। ঘটনার পরপরই ডেবিনিয়নকে গ্রেফতার করা হয়। মামলার শুনানিতে জুরি বোর্ড তাকে বলপূর্বক ধর্ষণ, মিথ্যা বন্দিত্ব, বলপূর্বক ওরাল কপুলেশন, যৌন নির্যাতন, জোর বা ভয়ের মাধ্যমে দুটি যৌন অনুপ্রবেশের অভিযোগে দোষী সাব্যস্ত করে। পাশাপাশি, মামলার বিশেষ অভিযোগে উল্লেখ করা হয়েছে যে ভুক্তভোগী ছিলেন বিশেষভাবে দুর্বল অবস্থায়। এই রায়ের পর ভেন্টুরা কাউন্টির জেলা অ্যাটর্নি রোসা রোমেরো বলেন, "আমি ভুক্তভোগীর সাহসের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যিনি আদালতে তার অপরাধীর মুখোমুখি হয়েছেন। আমরা আনন্দিত যে তিনি ন্যায়বিচার পেয়েছেন। পাশাপাশি, আমি জুরিদেরও ধন্যবাদ জানাই, যারা সমস্ত প্রমাণ সতর্কতার সঙ্গে পর্যালোচনা করেছেন।" প্রসঙ্গত, ক্যালেব ডিন ডেবিনিয়ন ২০১০ সালে যৌন অপরাধী হিসেবে তার নিবন্ধন বাতিলের জন্য আপিল করেছিলেন, তবে আদালত তার আবেদন খারিজ করে দেয়। এলএবাংলাটাইমস/এজেড