লস এঞ্জেলেসের লেইমার্ট পার্ক এলাকায় শনিবার বিকেলে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন নারী গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এলএ সিটি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, বিকেল ৪টার একটু পর ৩০০০ ব্লক ওয়েস্ট স্টকার প্লেসে একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
দুইতলা একটি আবাসিক ফোরপ্লেক্সের নিচতলার একটি ইউনিটে আগুনের সূত্রপাত ঘটে, যা দ্রুত উপরের ইউনিটেও ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা দেখে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় ফায়ার সার্ভিস।
মোট ৪০ জন ফায়ারফাইটারের সম্মিলিত চেষ্টায় মাত্র ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
একজন প্রাপ্তবয়স্ক নারীকে মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করে এলএফডি প্যারামেডিকসরা দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।
তবে আগুন লাগার সময় তিনি ঘরের ভিতরে ছিলেন কি না, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় আর কেউ আহত হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হলো তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
এল এবাংলাটাইমস/এজেড