লস এঞ্জেলেস

অ্যাপার্টমেন্টে গুলি ছোড়ার ঘটনায় পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত

লস এঞ্জেলেসের রেসিডা এলাকায় এক ব্যক্তির অ্যাপার্টমেন্ট ভবনের দিকে গুলি ছোড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ গুলিতে অভিযুক্ত বন্দুকধারীকে হত্যা করেছে। এই ঘটনা ঘটে রবিবার সন্ধ্যা ৬টার কিছু আগে, রেসিডা বুলেভার্ডের ৬৪০০ নম্বর ব্লকে, ভিক্টরি বুলেভার্ডের কাছে। লস এঞ্জেলেস পুলিশ বিভাগ (LAPD) জানায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনের দিকে এগোতেই একটি "অফিসার-ইনভলভড শুটিং" (পুলিশ-সম্পৃক্ত গুলির ঘটনা) ঘটে। সন্দেহভাজন ব্যক্তি, যার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, ঘটনাস্থলেই মারা যান।
AIR7 হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, অ্যাপার্টমেন্ট ভবনের পাশের গলিতে তার মরদেহের উপর একটি সাদা চাদর ঢাকা দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনও অফিসার আহত হননি।
তবে সন্দেহভাজন ব্যক্তি পুলিশের দিকে গুলি ছুঁড়েছিল কি না, সেটি এখনও নিশ্চিত নয়। LAPD জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে এবং ঘটনাস্থল থেকে প্রমাণ ও ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম