দীর্ঘদিন গৃহহীন অবস্থায় কাটানোর পর, ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তির ভাগ্য এক মুহূর্তেই বদলে গেল। সম্প্রতি ক্যালিফোর্নিয়া লটারি জানায়, সান লুইস অবিসপোর স্যান্ডিস লিকার নামক একটি দোকানের এক ক্রেতা স্ক্র্যাচ কার্ডে ১০ লাখ ডলার (১ মিলিয়ন) জিতে তাৎক্ষণিক কোটিপতি হয়ে গেছেন।
লস এঞ্জেলেস টাইমস জানিয়েছে, ওই বিজয়ী ব্যক্তি একজন গৃহহীন মানুষ, যিনি দীর্ঘদিন ধরে দোকানটির নিয়মিত ক্রেতা ছিলেন। দোকানের মালিক উইলসন সামান জানান, “তিনি একজন ভাল মানুষ এবং এই অর্থ তিনি পুরোপুরি প্রাপ্য। আমি নিজেই এতটা আনন্দিত হয়েছিলাম, যেন আমি জিতেছি।”
গোপন থাকতে চাওয়া বিজয়ী জানিয়েছেন, তিনি এই অর্থ দিয়ে প্রথমেই একটি বাড়ি ও একটি গাড়ি কেনার পরিকল্পনা করছেন।
উইলসন সামান আরও বলেন, তিনি নিজে গিয়েই ওই গৃহহীন বন্ধুকে ফ্রেসনোতে ক্যালিফোর্নিয়া লটারির অফিসে নিয়ে যান, যাতে সে নিজের পুরস্কার দাবি করতে পারে। এই আনন্দঘন ঘটনার কথা সামান স্যান্ডিস লিকার-এর ইনস্টাগ্রাম পেজেও শেয়ার করেন।
লটারির নিয়ম অনুযায়ী, বিজয়ীকে টিকেট বিক্রয়কারী দোকানও একটি পুরস্কার পায় — স্যান্ডিস লিকার ৫,০০০ ডলার পাবে ক্যালিফোর্নিয়া লটারি থেকে।
বর্তমানে এই লটারির জয় নিশ্চিত করতে আনুষ্ঠানিক যাচাই প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া লটারি কর্তৃপক্ষ।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম