লস এঞ্জেলেসের এক্সপজিশন পার্কে সোমবার বিকেলে গুলিবর্ষণের ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
লস এঞ্জেলেস পুলিশ বিভাগ (LAPD) জানিয়েছে, বিকেল ৪:৩০টার একটু পরে ওয়েস্টার্ন এভিনিউ ও এক্সপজিশন বুলেভার্ড এলাকার গুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে। সেখানে পুলিশ দুইজন গুলিবিদ্ধ ব্যক্তিকে খুঁজে পায়। তাদের মধ্যে একজন আনুমানিক ২০ বছর বয়সী তরুণ, যার অবস্থা এখনও জানা যায়নি। অপরজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে এবং তিনি অচেতন থাকলেও শ্বাস নিচ্ছিলেন বলে জানায় পুলিশ। প্রাথমিকভাবে কর্মকর্তারা তরুণকে কিশোর বলে ধারণা করেছিলেন, তবে তার সঠিক বয়স ও পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
দুইজনকেই লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের প্যারামেডিকরা হাসপাতালে নিয়ে যান, যেখানে বড় বয়সের ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। ঘটনাস্থলের আকাশপথের ফুটেজে দেখা যায়, এলাকায় ব্যাপক পুলিশ উপস্থিতি রয়েছে এবং সড়ক বন্ধ করে রাখা হয়েছে। সিটিজেন অ্যাপে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তদন্তকারীরা মূলত এক্সপো/ওয়েস্টার্ন মেট্রো স্টেশনের দিকেই মনোযোগ দিচ্ছেন।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি একজন হিস্পানিক পুরুষ, যিনি পায়ে হেঁটে অজানা দিকে পালিয়ে যান। পুলিশ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওয়েস্টার্ন ও এক্সপজিশনের সংযোগস্থল কয়েক ঘণ্টা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এক্সপো/ক্রেনশ এবং এক্সপো/ভেরমন্ট পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে, তবে এক্সপো/ওয়েস্টার্ন স্টেশন এখনো বন্ধ রয়েছে পুলিশি তৎপরতার কারণে।
এলএবাংলাটাইমস/এজেড