লস এঞ্জেলেস

শিশু নির্যাতনবিরোধী অভিযানে ২৬৫ জন গ্রেফতার, ২৭ শিশু উদ্ধার

দক্ষিণ ক্যালিফোর্নিয়াজুড়ে শিশু নির্যাতন সংক্রান্ত অপরাধ দমনে পরিচালিত একটি বৃহৎ অভিযানে ২৬৫ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। “অপারেশন স্প্রিং ক্লিনিং” নামে পরিচিত এই অভিযানটি পরিচালিত হয় লস এঞ্জেলেস পুলিশ বিভাগ (LAPD) এবং লস এঞ্জেলেস রিজিওনাল ইন্টারনেট ক্রাইমস এগেইনস্ট চিলড্রেন (ICAC) টাস্ক ফোর্সের যৌথ নেতৃত্বে। এই টাস্ক ফোর্সটি লস এঞ্জেলেস, অরেঞ্জ, সান বার্নার্ডিনো, সান্তা বারবারা এবং ভেনচুরা — এই পাঁচটি কাউন্টির সমন্বয়ে গঠিত। এই অভিযানের লক্ষ্য ছিল অনলাইনের মাধ্যমে শিশুদের নির্যাতনকারী অপরাধীদের চিহ্নিত করা ও তাদের গ্রেফতার করা। সেই সঙ্গে যেসব শিশু এদের টার্গেট হয়েছে, তাদের উদ্ধার করাও ছিল মিশনের গুরুত্বপূর্ণ অংশ। এই অভিযানটি ৬ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দুই ধাপে পরিচালিত হয়। প্রথম ধাপে সামাজিক যোগাযোগমাধ্যমে ছদ্মবেশে তদন্ত চালিয়ে সম্ভাব্য অপরাধীদের শনাক্ত করা হয়। দ্বিতীয় ধাপে ওই পাঁচটি কাউন্টিতে অভিযুক্তদের বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার এবং তল্লাশি চালানো হয়। গ্রেফতার হওয়া অনেকেই ছিলেন সমাজে “বিশ্বাসযোগ্য” অবস্থানে। LAPD জানিয়েছে, তাদের কেউ কেউ এমন চাকরিতে নিযুক্ত ছিলেন বা এমন ভূমিকায় ছিলেন যেখানে শিশুদের সরাসরি সংস্পর্শে থাকার সুযোগ ছিল। এই অভিযানে মোট ২৭ জন শিশুকে উদ্ধার করা হয়েছে। LAPD জানিয়েছে, “এই গ্রেফতারগুলো আমাদের মনে করিয়ে দেয় যে শিশুদের রক্ষায় সতর্কতা ও বিভিন্ন সংস্থার মধ্যে সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ। আমাদের সম্মিলিত প্রচেষ্টা অনলাইন শিশু নির্যাতন রোধে সহায়তা করবে এবং শিশুদের নিরাপদে ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করবে।” সন্দেহভাজনদের নাম প্রকাশ করা হয়নি। LAPD জনসাধারণকে অনুরোধ করেছে, কেউ শিশু নির্যাতন সংক্রান্ত কোনো কার্যকলাপ দেখতে পেলে তা রিপোর্ট করতে এবং সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণের জন্য যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে। এলএবাংলাটাইমস/এজেড