ক্যালিফোর্নিয়ার টাস্টিনে এক নারীকে গুলি করে হত্যা করেছেন তার রুমমেট, যিনি অরেঞ্জ কাউন্টি শেরিফ বিভাগের এক অফ-ডিউটি ডেপুটি। পুলিশ বলছে, তিনি ভুলবশত ভেবেছিলেন রুমমেটটি বাড়িতে ঢোকা অনুপ্রবেশকারী।
শুক্রবার ভোর ৫টার দিকে টাস্টিন ইস্ট ড্রাইভের ১৩০০০ ব্লকের অ্যাক্সিয়ম অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে। নিহতের নাম ব্রিটানি শ' (৩৫)। ঘটনাস্থলে একটি ক্রস ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়।
প্রতিবেশী রিচার্ড গিভেনস জানান, গুলির শব্দে ঘুম ভেঙে যায় তার। "উপরে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনলাম। বুঝতে পারছিলাম না কী ঘটছে, তবে কারও কণ্ঠে বিপদের সুর শুনেছিলাম," বলেন তিনি।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ’কে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় পায় এবং হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। অরেঞ্জ কাউন্টি শেরিফ দপ্তর নিশ্চিত করেছে, শুটার একজন অফ-ডিউটি ডেপুটি।
কর্তৃপক্ষ জানায়, শ’ অরেঞ্জ কাউন্টি হেলথ কেয়ার এজেন্সিতে কাজ করতেন এবং ওই ডেপুটির সঙ্গে একই বাসায় থাকতেন। তিনি ইনটেক রিলিজ সেন্টারে কারাগারে সদ্য আসা বন্দিদের স্বাস্থ্যসেবা তত্ত্বাবধান করতেন এবং করেকশনাল হেলথ সার্ভিসেস চিফ ছিলেন।
কাউন্টি সুপারভাইজার ডন ওয়াগনার জানান, ঘটনার দিন সকালে শ’ কুকুর হাঁটাতে বের হয়েছিলেন। বাড়ি ফেরার সময় ডেপুটি তাকে অনুপ্রবেশকারী ভেবে গুলি চালান।
হেলথ কেয়ার এজেন্সির পরিচালক ভেরোনিকা কেলি কর্মীদের কাছে শ’–এর মৃত্যুর খবর জানিয়ে গভীর শোক প্রকাশ করেন। "তার মৃত্যু এজেন্সির সকল স্তরে গভীরভাবে অনুভূত হবে," লিখেছেন তিনি।
প্রতিবেশী গেরি জেরোকা বলেন, "রুমমেটকে ভুল করে গুলি করা অদ্ভুত। আপনি তো রুমমেটকে চেনার কথা।"
ডেপুটিকে বর্তমানে বেতনসহ প্রশাসনিক ছুটিতে রাখা হয়েছে এবং ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম