লস এঞ্জেলেস

আদীব হাসনাতের জন্য সিনেটে শোক প্রস্তাব

গত বৃহস্পতিবার সিনেটে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশী-আমেরিকান তরুণ আদীব হাসনাতের জন্য শোক প্রস্তাব করেন ক্যালিফোর্নিয়া ডিসট্রিক্ট ২৯’র সিনেটর Josh Newman। সিনেটর Newman তাঁর ৪.২৭ মিনিটের বক্তব্যে তরুণ আদীব হাসনাতের উজ্জ্বল কর্মজীবন তুলে ধরেন। একইসাথে, তিনি আদীবের পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেন।
৬ মে, শনিবার দিবাগত রাত ১টার দিকে ফ্রী ওয়ে ১০এ এক মারাত্মক দুর্ঘটনায় প্রাণ হারান বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ আদীব হাসনাত (২০)। জানা যায়, হটাৎ গাড়িতে কিছু একটা সমস্যা হওয়ায় রাস্তার পাশে গাড়ি থামিয়ে চেক করতে নামেন আদীব। এমন সময় একটা দ্রুত গতির গাড়ি এসে তাকে ধাক্কা মারে। আর এতে করে মারাত্মকভাবে আহত হন আদীব।
দুর্ঘটনার পরে আহত আদীব ৯১১ নম্বরে কল করেন। একইসাথে তিনি তার বাবা ও বন্ধুদেরও কল করেছিলেন। কিন্তু নিয়তির কারনে দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান আদীব হাসনাত। রাতে প্রায় সময়ই Via Verde Offroad of 10 freeways তে দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। তাছাড়া, আদীবের দুর্ঘটনাস্থলের নিকটেই আরও একাধিক দুর্ঘটনা ঘটেছে।
জানা যায়, এসময় তিনি সিটি অব ওয়ালনাটের সিটি অফিসিয়ালদের সাথে স্বেচ্ছাসেবকদের এক মিটিং শেষে নিজ বাসায় ফিরছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশিদের মধ্যে।
উল্লেখ্য, লস এঞ্জেলেসের সাব আর্বান সিটি ওয়েস্ট কভিনায় বসবাসরত হাবীব হাসনাত বাদল ও আকলিমা হাসনাত মিলি’র সন্তান আদীব হাসনাত। তাঁদের গ্রামের বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম শহরে। আদীব এ বছর সফলতার সাথে হাইস্কুল গ্রাজ্যুয়েশন সম্পন্ন করে ইউনিভার্সিটি অব আরভাইনে ইঞ্জিনিয়ারিং এ পড়ার আমন্ত্রণ পেয়ে সেখানে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।