লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়া বিএনপি'র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রবাসী বাংলাদেশী ও ধর্মপ্রাণ মুসলিমদের সম্মানে গত রবিবার লস এঞ্জেলেসের শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে অনুষ্ঠিত হলো বিএনপি'র ইফতার মাহফিল ২০১৮। ক্যালিফোর্ণিয়া বিএনপি আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে প্রবাসী কম্যুনিটির বিশিষ্ট নাগরিকগণ ছাড়াও দল-মত নির্বিশেষে শত-শত প্রবাসী বাংলাদেশী ও বিএনপি'র বিপুল সংখ্যক নেতা-কর্মী, সমর্থক, শুভাণুধ্যায়ীসহ বিপুল সংখ্যক মানুষের আগমণে অনুষ্ঠানস্হল যেন পরিণত হয় প্রবাসীদের এক মিলনমেলায়। এদিন ইফতারের পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎবার্ষিকী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র মুক্তি ও সুস্হতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে অতিথিদের উদ্দেশ্যে ঢাকার নয়াপল্টন দলীয় কার্যালয় থেকে সরাসরি টেলিকনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি'র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। অনুষ্ঠানে দোয়ার পর্বে পবিত্র কোরআন থেকে তফসীর ও তর্জমা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব জিয়াউর রহমান এবং দোয়া পরিচালনা করেন আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন ক্বারী জনাব আবু বক্কর সিদ্দিক কালাম। অতিথিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন।

দোয়া ও ইফতার অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মারুফ খান। ইফতার মাহফিলকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-ক্যালিফোর্নিয়া শাখা'র সভাপতি মো: আব্দুল বাছিত ও সাধারণ সম্পাদক বদরুল আলম চৌধুরী শিপলু এবং ইফতার আয়োজক কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমান শাহীন ও সদস্য-সচিব শাহতাব কবীর ভূঁইয়া শান্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

ক্যালিফোর্ণিয়া বিএনপি'র ইফতার মাহফিলে লসএঞ্জেলেসের বিশিষ্ট কম্যুনিটি লিডার ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিদের মধ্যে উপস্হিত ছিলেন- মেজর এনামুল হামিদ, শিপার চৌধুরী, ড: মাহবুব খান, নজরুল আলম, প্রফেসর আলী আকবর, মুজিব সিদ্দিকী, মমিনুল হক বাচ্চু, জয়নাল আবেদিন, কর্ণেল ওমর হুদা, সামসুদ্দিন মানিক, খন্দকার আলম, মোসলেম খান, আনোয়ার হোসেন রানা, আনিসুর রহমান, শহিদুল ইসলাম, আহমেদ ফয়সল তুহিন, মারুফ ইসলাম, ইলিয়াস শিকদার, আশরাফ আকবর, ময়েজউদ্দিন, লেফট্যানেন্ট জিয়াউল ইসলাম, স্বরাজ ভুইয়া, মানিক চৌধুরী, আবুল হাসনাত রায়হান, মোহাম্মদ আলী ভাই, কাজী মাশহুরুল হুদা, আবদুল হান্নান, সাঈদুল হক সেন্টু, আঞ্জুমান আরা শিউলী, মামুন লস্কর, চুন্নু মল্লিক, আশরাফ মিলন, মো: হাকিম, মো: মুনিম, এম হোসেন বাবু, সামি নোবেল, আসিফ শুভ সহ আরও অনেকেই।

বিএনপি'র নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন মোঃ আঃ বাছিত, বদরুল আলম চৌধুরী শিপলু, সৈয়দ দেলোয়ার হোসেন দিলির, নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, মুর্শেদুল ইসলাম, মাহবুবুর রহমান শাহীন, সালাম দাঁড়িয়া, মাতাব আহমদ, আব্দুল হাকিম, মিশর নুন, আবু তাহের সাজু, এ আর মাহবুবুল হক, মুরাদ হামিদ খান সানী, সাইদ আবেদ নিপু, ফারুক সরকার, খন্দকার তসলিম, মোঃ সামছুল ইসলাম, জহিরুল কবির হেলাল, মোঃ শাহজাহান, হাসানুজ্জামান মিজান, বাদল, সৈয়দ নাসিরউদ্দিন জেবুল, মোয়াজ্জেম আহমেদ রাসেল, মারুফ খান, ইলিয়াস মিয়া, লায়েক আহমেদ, বদরুল আলম মাসুদ, শাহীন হক, শাহতাব কবির ভূঁইয়া শান্ত, নাঈমুল ইসলাম চৌধুরী, হোসেন আহমেদ, রেজাউল হায়দার চৌধুরী, হুমায়ুন কবির, মিজানুর রহমান, খসরু রানা, শাহানুর কবির ভুঁইয়া শুভ্র, আজমউদ্দিন চৌধুরী দুলাল, সুমেন আহমেদ, রেজাউল করিম জামিল, জুয়েল আহমেদ, কামরুল হাসান তরুন, মিকায়েল খান রাসেল, খায়রুল ইসলাম, তানভীর আহমেদ, জাভেদ বখত্ , আবদুল মোতালেব, আলতাফ হোসেন, আহসান আহমেদ, মিল্টন খান, ওমর ফারুক, কামাল হোসেন, ফয়সল হোসেন সিদ্দিক, আমজাদ হোসেন, খোরশেদ আলম রতন, জিল্লুর রহমান চৌধুরী, তারেক খান, রওনক সালাম, তাসনুভা বেগম, রুহুল আমিন বাবু, সাজ্জাদ পারভেজ, হেলাল মজুমদার, ইসলাম উদ্দিন, শাহেদ আহমেদ, সিদ্দিক আহমেদ, জুনেল আহমেদ, মোঃ গোলাম সারোয়ার হোসেন, আবুল বাশার, আবদুল আহাদ, আবদুল হাকিম, কামরুল আলম চৌধুরী, গিয়াস আহমদ, মজিবর রহমান, ফখরুল ইসলাম, নজরুল ইসলাম, মোঃ শামীম উদ্দিন, আবদুল মুনিম, আশিকুর রহমান, হাবিবুর রহমান, আবদুল হাসিব বাবুল, আবদুল কাদির, মাঈনুল আহমেদ, রিপন চৌধুরী, এড. নুরুল হক, জামিল আহমেদ, মোঃ রহমান রফিক, সফিকুল ইসলাম পলাশ, আবুল কালাম আজাদ, মোঃ মুকুল, আবদুল্লাহ আল ফরহাদ, এনাম চৌধুরী, মোঃ আলম খোকন, সৈয়দ আলী আক্তার, রফিকুল আলম চৌধুরি প্রমুখ।


এলএবাংলাটাইমস/এল/এলআরটি