মধ্যপ্রাচ্য

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে পবিত্র মক্কা আল-মুকাররমায় মোহাম্মদ আমীর হোসেন (৫৩) নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

১৬ জুলাই, সোমবার অসুস্থতাজনিত কারণে আমীর হোসেনের মৃত্যু হয়। তিনি বেসরকারি হজ ব্যবস্থাপনায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ১৫ জুলাই ভোর সোয়া ৪টায় সৌদিতে যান।

মোহাম্মদ আমীর হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ রূপসী গ্রামের বাসিন্দা। তিনি ১৫ জুলাই সৌদি এয়ারলাইন্স (এসবি ৮০৩) -এ সৌদি আরব যান। আল কুতুব হজ ট্রাভেলসের (হজ লাইসেন্স নম্বর ০৬৭১) মাধ্যমে গত ১৮ মার্চ নিবন্ধন করেছিলেন তিনি। তার পিলগ্রিম আইডি নম্বর ০৬৭১০৯৯।

বাংলাদেশ হজ মিশনের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ১৪,০০৪ হজযাত্রী। তাদের বহন করেছে বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩৯টি ফ্লাইট। আর এসব হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ২২৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১০ হাজার ৭৭৮ জন।


এলএবাংলাটাইমস/এমই/এলআরটি