মধ্যপ্রাচ্য

পারস্য উপসাগরে রাশিয়ার রণতরী ঢুকছে, বিমানবাহী জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

আমেরিকা পারস্য
উপসাগর থেকে বিমানবাহী রণতরী
ইউএসএস থিওডোর রুজভেল্টকে সরিয়ে
নিয়েছে। রাশিয়ার যুদ্ধজাহাজগুলো যখন
এ অঞ্চলে ঢুকছে তখন রুজভেল্টকে
সরিয়ে নিল যুক্তরাষ্ট্র। ২০০৭ সালের পর
এই প্রথম পারস্য উপসাগরে মার্কিন
কোনো বিমানবাহী রণতরী নেই।
পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, গত
বৃহস্পতিবার বিশাল রণতরী ইউএসএস
থিওডোর রুজভেল্টকে পারস্য উপসাগর
থেকে সরিয়ে নেয়া হয়েছে। কাস্পিয়ান
সাগরের রুশ নৌবাহিনী সিরিয়ার
সন্ত্রাসী অবস্থানের ওপর ২৬টি ক্রুজ
ক্ষেপণাস্ত্রের আঘাত হানার মাত্র
একদিন পরই মার্কিন বিমানবাহী
রণতরীকে সরিয়ে নেয়া হয়। রুশ
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণায় বলা
হয়েছে, লক্ষ্যবস্তুর নয় ফুটের মধ্যেই এসব
নতুন কালিবার-এনকে ক্রুজ ক্ষেপণাস্ত্র
আঘাত হানতে পেরেছে।এদিকে, মার্কিন
সেনা কর্মকর্তারা দাবি করেছেন,
রক্ষণাবেক্ষণের প্রয়োজনে বিশাল এ
রণতরীকে সরিয়ে নেয়া হয়েছে। ইউএসএস
থিওডোর রুজভেল্টে প্রায় ৫ হাজার
সেনা এবং ৬৫টি যুদ্ধবিমান রয়েছে।গত
মাসের ৩০ তারিখ থেকে রুশ বিমান
বাহিনী সিরিয়ায় ইসলামিক স্টেটের
জঙ্গিদের অবস্থানের বিরুদ্ধে বিমান
হামলা শুরু করেছে। এ হামলাকে কেন্দ্র
করে রুশ-মার্কিন উত্তেজনা তুঙ্গে
পৌঁছেছে। এদিকে, দু’দেশের বিমান
বাহিনী একইসঙ্গে অভিযান চালাতে
থাকায় যেকোনো মুহূর্তে দুর্ঘটনাবশতঃ
সংঘর্ষ হতে পারেÑ এমন আশঙ্কা থেকে
এ আলোচনার ডাক দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের
সদরদফতর পেন্টাগনের প্রেস
সেক্রেটারি পিটার কুকের বরাত দিয়ে
গত শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম
এ খবর দিয়েছে। পিটার কুক বলছেন, আশা
করা যাচ্ছে দু’এক দিনের মধ্যে এ
আলোচনা হতে পারে।মুখপাত্র জানান,
আইএস জঙ্গি নির্মূলে ওয়াশিংটন-মস্কো
একসঙ্গে অভিযানে নেমেছে। এক্ষেত্রে
সিরিয়ার আকাশসীমায় দু’দেশের বিমান
বাহিনীর মধ্যে দুর্ঘটনাবশতঃ সংঘর্ষ হয়ে
যেতে পারে বলে শঙ্কা বাড়ছে। এই
শঙ্কা থেকেই করণীয় নির্ধারণে
আলোচনার ডাক দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম জানাচ্ছে, কতো দূরত্বে
থেকে দু’দেশের যুদ্ধবিমান অভিযান
চালাবে এবং যোগাযোগের ক্ষেত্রে
দু’পক্ষের বাহিনী কী ভাষা ও কতো
রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করবে সে
বিষয়গুলো আলোচনায় নির্ধারিত হবে
বলে আশা করা হচ্ছে। অবশ্য এ
আলোচনায় বসার আগেই সিরিয়ার
পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে তুরস্কের
আকাশসীমা লঙ্ঘনের ব্যাপারে
রাশিয়াকে সতর্ক করে দিয়েছে পশ্চিমা
সামরিক জোট ন্যাটো। রয়টার্স।