মধ্যপ্রাচ্য

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প: অনুদান পাঠাবেন যেভাবে

তুরস্ক ও সিরিয়ার সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। এছাড়া হাজার হাজার মানুষ এখনও ভূমিকম্পে ধসে যাওয়া ভবনের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা যাচ্ছে। উদ্ধারকারী দল দিন-রাত কাজ করে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন সংস্থা ইতোমধ্যে তুরস্ক ও সিরিয়ার উদ্দেশ্যে প্রয়োজনীয় ত্রান সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম পাঠাচ্ছে। তবে দুই দেশেই আরও সাহায্যের প্রয়োজন হতে পারে। ব্যক্তিগতভাবে কেউ ভূমিকম্প বিপর্যস্ত দেশ দুইটিকে সাহায্য করতে চাইলে নিচের সংস্থাগুলোর সাহায্য নিতে পারে। রেড ক্রিসেট (তুরস্ক এবং সিরিয়া) দ্য রেড ক্রিয়েন্ট ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস (আইএফআরসি) বিভিন্ন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জরুরি সেবা, খাদ্য এবং চিকিৎসা সেবা প্রদান করে থাকে। ব্যক্তিগতভাবে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অর্থ সাহায্য পাঠানো যাবে। ইন্টারন্যাশনাল ব্লু ক্রিসেন্ট রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন তুরস্ক ও সিরিয়ার স্থানীয় প্রশাসনের সাথে ইতোমধ্যে উদ্ধার কার্যক্রমে যুক্ত হয়েছে দ্য ইন্টারন্যাশনাল ব্লু ক্রিসেন্ট রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইবিসি)।এছাড়া জরুরি সেবাও দিয়ে যাচ্ছে সংস্থাটি। আইবিসি বেশকিছু জরুরি সেবার পণ্য তালিকা প্রকাশ করেছে। ১/ তাঁবু
২/ হিটার
৩/ কমপক্ষে ৫ হাজার মানুষের জন্য রেডি-টু-ইট ফুড
৪/ জরুরি চিকিৎসা সরঞ্জাম
৫/ কম্বল
৬/ থার্মাল ক্লোথিং এই সংস্থায় কেউ অনুদান পাঠাতে চাইলে +90 538 5159806 নাম্বারে যোগাযোগ বা Alper.mavi@ibc.org.tr. মেইল করতে বলা হয়েছে। গ্লোবাল গিভিং গ্লোবাল গিভিং একটি অলাভজনক দাতব্য সংস্থা। তুরস্ক ও সিরিয়ায় বিপর্যস্ত নাগরিকদের জরুরি সেবা দিয়ে যাচ্ছে সংস্থাটি। কেউ ব্যক্তিগত উদ্যোগে সংস্থাটির মাধ্যমে অনুদান পাঠাতে চাইলে https://www.globalgiving.org/projects/turkey-earthquake-relief-fund/ এই লিংকে যেতে হবে। ইউনিসেফ তুরস্ক ও সিরিয়ায় সাহায্যের জন্য ইউনিসেফ একটি জরুরি তহবিল চালু করেছে। কেউ এই সংস্থার মাধ্যমে অনুদান পাঠাতে চাইলে https://help.unicef.org/syria-emergency এই লিংকে যেতে হবে। এছাড়া সেভ দ্য চিল্ড্রেন, প্রজেক্ট হোপ, ডিরেক্ট রিলিফ, ডক্টরস উইদাউট বর্ডারস, কেয়ার ইন্টারন্যাশনালের ওয়েবসাইটের মাধ্যমে সিরিয়া ও তুরস্কে পাঠানো যাবে। এলএবাংলাটাইমস/ওএম