মধ্যপ্রাচ্য

এবার সিরিয়ায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদিআরব

গতবছরের মার্চ থেকে শুরু হওয়া ইয়েমেনে সৌদি জোটের সামরিক অভিযান শেষ না হতেই এবার আরেক প্রতিবেশি সিরিয়ায় স্থল অভিযানের জন্য সেনা পাঠাতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব।


রিয়াদ তার ভাষায় বলেছে, সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী অভিযানে জড়িত মার্কিন নেতৃত্বাধীন জোট যদি স্থল অভিযানের সিদ্ধান্ত নেয় তবে তাতে সেনা পাঠাতে সৌদি আরব প্রস্তুত রয়েছে।


সৌদি প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ আনসারি সৌদি সরকারি চ্যানেল আল-আরাবিয়া টেলিভিশনকে বৃহস্পতিবার এ কথা বলেছেন।


সিরিয়ায় ৫ বছর ধরে চলা গৃহযুদ্ধ আন্তর্জাতিক প্রক্সি যুদ্ধে রুপ নিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও বাশার বিরোধী বিদ্রোহী গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ দেশটিকে পরিণত করেছে মৃত্যুপুরীতে।

মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং জোটভুক্ত অন্য দেশগুলো বিদ্রোহীদের প্রত্যক্ষ সমর্থক। অন্যদিকে, ইরানের সামরিক সহায়তা ও রাশিয়ার বিমান হামলা সিরীয় সরকারি বাহিনীর প্রধান সহায়ক। আবার যুদ্ধে সম্পৃক্ত সব পক্ষই জঙ্গিগোষ্ঠী আইএস বিরোধী।




এদিকে, আইএস বিরোধী কথিত যুদ্ধে ওয়াশিংটন জোট সদস্যদের কাছ থেকে আরো বেশি সহযোগিতা চায় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি। পাশাপাশি তিনি আরো বলেছেন, পর্যালোচনা না করা পর্যন্ত এ বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলতে চায় না মার্কিন পররাষ্ট্র দপ্তর।


সিরিয়ায় আইএস বিরোধী কথিত বিমান হামলায় জড়িত মার্কিন নেতৃত্বাধীন জোটের অন্যতম সদস্য সৌদি আরব। ২০১৪ সালের আগস্ট মাস থেকে এ জোট সিরিয়ার ভেতরে বিমান হামলা চালাচ্ছে। দামেস্ক বা জাতিসংঘের অনুমতি ছাড়াই এ অভিযান শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন জোট।


তবে, তাদের হামলায় আইএসের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে আজ পর্যন্ত তা পরিষ্কার নয়। বরং এ জোটের হামলায় সিরিয়ার বহু অবকাঠামো ধ্বংস ও বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে খবর বের হয়েছে।